সংবাদ কলকাতা: চেয়েছিল প্রতি বুথে রাজ্য পুলিশ মোতায়েন করতে। কিন্তু, হাইকোর্টে ফের ধাক্কা খেলো রাজ্য নির্বাচন কমিশন। মঙ্গলবার প্রধান বিচারপতি টি এস শিবজ্ঞানম ও বিচারপতি হিরণ্ময় ভট্টার্চার্যর ডিভিশন বেঞ্চ স্পষ্টভাবে জানিয়ে দিয়েছে, আসন্ন পঞ্চায়েত নির্বাচনে প্রতি বুথেই থাকবে কেন্দ্রীয় বাহিনী। সেই সঙ্গে থাকবে রাজ্য পুলিসও। এই দুই বাহিনী একসঙ্গে বুথ পাহারা দেবে। এদিন আদালত এখানেই ক্ষান্ত থাকেনি। সেই সঙ্গে জানিয়ে দিয়েছে, কেন্দ্রীয় বাহিনীর জওয়ানদের কীভাবে মোতায়েন করা হবে এবং বুথে কত সংখ্যায় মোতায়েন করা হবে, তা ঠিক করবেন কেন্দ্রের তরফে নিযুক্ত বাহিনী সমন্বয়কারী তথা বিএসএফের আইজি। এজন্য রাজ্য নির্বাচন কমিশনের সঙ্গে আলোচনা করবে। সেইমতো বাহিনী মোতায়েন পরিকল্পনা চূড়ান্ত করবে।
প্রসঙ্গত প্রতি বুথে আধা সেনা মোতায়েনের দাবিতে হাইকোর্টের দ্বারস্থ হয়েছিল সরকারি কর্মচারীদের সংগঠন সংগ্রামী যৌথমঞ্চ ও সরকারি কর্মচারী পরিষদ। এদিন সেই মামলার শুনানিতে কমিশনের কাছে বাহিনী মোতায়েন পরিকল্পনা সংক্রান্ত তথ্য জানতে চায় আদালত।
next post
