সংবাদ কলকাতা: অবশেষে অভিষেকের লোকসভা কেন্দ্রে সভা করলেন শুভেন্দু। শনিবার শহরের লাইট হাউসের মাঠে জনসভা করতে এসে বিজেপি নেতা শুভেন্দু অধিকারী বলেন, ডিসেম্বরে বিজয়োৎসব করতে ডায়মন্ড হারবার আসব। প্রসঙ্গত, যাবতীয় বাধা অতিক্রম করে শনিবার বেলা ২ টোয় শুরু হয় সভা। সেখান থেকে বিরোধী দলনেতা স্লোগান তোলেন,”চোর ধরো, জেলে ভরো।”
সব আইনি জটিলতা শেষে তৃণমূল সাংসদ অভিষেক বন্দ্যোপাধ্যায়ের লোকসভা কেন্দ্র ডায়মন্ড হারবারের সভাস্থলে উপস্থিত হন শুভেন্দু। বক্তৃতার ছত্রে ছত্রেই তিনি এদিন নিশানা করেছেন অভিষেক ও মমতা বন্দ্যোপাধ্যায়কে। সভা যখন প্রায় শেষের দিকে, তখন মঞ্চে ওঠেন বিজেপির কয়েকজন কর্মী। যাঁরা এদিনের সভায় আসার পথে আহত হয়েছেন বলে অভিযোগ। তাঁদের পাশে নিয়ে শুভেন্দু বলেন, ‘এর নাম গণতন্ত্র?’
পরে মঞ্চ থেকে নেমে সাংবাদিকদের মুখোমুখি হন শুভেন্দু। অভিষেকের মন্তব্যের পরিপ্রেক্ষিতে তিনি বলেন, ‘ওঁর কথার উত্তর দেব না। ওঁ আমার প্রতিপক্ষ নয়।’ ফের মমতার নাম না করে শুভেন্দু বলেন, ‘সেদিন আমাকে কার্যত হাত ধরে সব মেটাতে চেয়েছিলেন, আমি সে সুযোগ দিইনি।’
previous post
