সংবাদ কলকাতা: ডিসেম্বর মাসের দ্বিতীয় সপ্তাহ শেষেও শীতের দেখা নেই। কবে পড়বে জাঁকিয়ে শীত। অপেক্ষায় বাংলার মানুষ। এরই মধ্যে ভালো খবর দিল আবহাওয়া দফতর।
বুধবার আলিপুর আবহাওয়া দফতর জানিয়েছে, চলতি সপ্তাহের শেষেই জাঁকিয়ে শীত পড়বে বাংলায়। শহর কলকাতায় তাপমাত্রা নামতে পারে ১২ ডিগ্রি সেলসিয়াসে। জেলার কোথাও কোথাও তাপমাত্রা ১০ ডিগ্রির নীচে নামতে পারে।
এই সময় জাঁকিয়ে শীত পড়ার কথা কিন্তু, ঘটছে উল্টোটা। স্বাভাবিক তাপমাত্রা তুলনায় বেশি। বুধবার কলকাতার সর্বনিম্ন তাপমাত্রা ছিল ১৭.৭ ডিগ্রি সেলসিয়াস। যা স্বাভাবিক তাপমাত্রার তুলনায় ২ ডিগ্রি বেশি।
তবে এবার উত্তরে হাওয়া ঢুকবে রাজ্যে। ফলে তাপমাত্রা কমবে। সকালের দিকে কুয়াশা থাকবে। আপাতত প্রতিদিনই ২ থেকে ৪ ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা কমতে পারে বলে জানিয়েছে আবহাওয়া দফতর।
শীত পড়লেও এখনই বৃষ্টির কোনও সম্ভাবনা নেই।
previous post
