27 C
Kolkata
April 9, 2025
কলকাতা

সপ্তমীতে সুরুচি সঙ্ঘে উপচে পড়া ভিড়

সংবাদ কলকাতা: আজ মহা সপ্তমীর সন্ধ্যায় উপচে পড়া ভিড় দক্ষিণ কলকাতার জনপ্রিয় পুজো মণ্ডপ সুরুচি সংঘে। এবার ৭০তম বর্ষে পড়ল সুরুচি সংঘের পুজো। এবছরের ভাবনা ‘মা তোর একই অঙ্গে এত রূপ।’ রাষ্ট্রীয় পুরস্কার প্রাপ্ত শিল্পী গৌরাঙ্গ কুইলার হাত ধরে গোটা মন্ডপ সেজে উঠেছে। মূলত গ্রাম বাংলার বিভিন্ন শিল্পকে এখানে তুলে ধরা হয়েছে শিল্পীর হাতের নিপুন কারুকার্যে।

নিউ আলিপুরের সুরুচি সংঘ কলকাতার পুজো মণ্ডপগুলির মধ্যে অন্যতম । পশ্চিমবঙ্গের কোণে কোণে লুকিয়ে থাকা শিল্পকে তুলে এনেই তাদের এ বছরের থিম ‘মা তোর একই অঙ্গে এত রূপ ৷ ‘সুরুচি সংঘের মণ্ডপে মিলবে বাংলার বিভিন্ন শিল্পের পরিচয়। বিভিন্ন এলাকার হস্তশিল্প ব্যবহৃত হয়েছে মণ্ডপসজ্জায়। সঙ্গে সম্পূর্ণ মণ্ডপে রয়েছে সুতোর কাজ । মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় সুরুচি সংঘের থিম সং লিখেছেন। এই বছর সুরুচি সংঘ এর পুজো পরিবেশবান্ধব দাবি উদ্যোক্তা দের ।

Related posts

Leave a Comment