27 C
Kolkata
August 1, 2025
দেশ

হাসনাবাদে বিস্ফোরণ প্রসঙ্গে তৃণমূলকে তোপ দাগলেন শমীক

সংবাদ কলকাতা: দ্বিতীয় দফার নির্বাচনের দিনই সন্দেশখালি থেকে উদ্ধার হয়েছে বিপুল আগ্নেয়াস্ত্র এবং বিদেশী অস্ত্র৷ এই ঘটনাকে কেন্দ্র করেই এবার রাজ্যের শাসক দলকে আক্রমণ করলেন বিজেপির রাজ্যসভার সাংসদ শমিক ভট্টাচার্য৷ “এই রাজ্যে সরকার বলে কিছুর অস্তিত্ব নেই৷ উদ্ধারকৃত অস্ত্রগুলির মধ্যে রয়েছে একটি পুলিশের রিভালভার৷ পুলিশের রিভালভার শেখ শাহজাহানের কাছে কিভাবে পৌঁছলো? তাঁর এতো রাজনৈতিক উত্থানই বা কিভাবে সম্ভব?” প্রশ্ন তুলেছেন শমিক৷ পাশাপাশি তিনি আরও বলেন, সন্দেশখালির মত একটি সীমান্তবর্তী এলাকা বারবার উত্তপ্ত হয়ে উঠছে৷ কেন্দ্র সরকারের তরফ থেকে সতর্ক থাকতে বলা হচ্ছে৷ সেখানকার ভূমিপুত্ররাই নিজ এলাকা ছেড়ে বেড়িয়ে আসতে চাইছেন, সেই দায় রাজ্য সরকার কি এড়িয়ে যেতে পারে? পাশাপাশি রাজ্য পুলিশকে আক্রমণ করে শমিক বলেন, “সেই অঞ্চলের সুরক্ষার দায়িত্ব ছিল রাজ্য পুলিশের, স্থানীয় মানুষের অভিযোগ নেওয়ার দায়িত্ব ছিল রাজ্য পুলিশের৷ সেই দায়িত্ব পুলিশ এড়িয়ে গেছেন বলেই আজ তার পরিণতি এমনটা হয়েছে৷”

শনিবার হাসনাবাদে বিজেপি নেতা নিমাই দাসের ভাইয়ের বাড়িতে বিস্ফোরণ হয়েছে৷ সেই ঘটনা প্রসঙ্গেও তৃণমূলকে তোপ দেগেছেন শমিক৷ নিমাই দাসের ভালো মানসিকতার পরিচয় ফুটিয়ে তোলেন শমিক৷ তিনি বলেন, “নিমাই দাস কে বহু বছর ধরেই আমি চিনি৷ তিনি তাঁর এলাকার বহু মানুষকে কর্মসংস্থান দিয়েছেন৷ নারায়ণ সেবা করেন তিনি নিজ বাড়িতে৷” তৃণমূলের স্থানীয় নেতাকর্মীরাই নিমাই দাসের ভাইয়ের বাড়িতে বোমা বিস্ফোরণ ঘটিয়ে সন্দেশখালি থেকে কেন্দ্রীয় সংস্থার নজর ঘোরাতে চাইছে, দাবি শমিকের৷ যদিও এই ঘটনা বিজেপির সাজানো, এবং বাংলাকে কালিমালিপ্ত করার প্রয়াস এমনটাই দাবি করেছে রাজ্যের শাসক দল৷ এবার সেই প্রসঙ্গেই পাল্টা জবাব দিয়ে শমিক বলেন, যা হচ্ছে আদালতের নির্দেশেই হচ্ছে৷ মুখ্যমন্ত্রীর ভাষায় চকলেট বোমা ফাটলেও নাকি কেন্দ্রীয় সংস্থা আসে! চকলেট বোমার নাম করে বোমা, কার্তুজ উদ্ধার হয়েছে বাংলার বিভিন্ন জায়গা থেকে৷ এদিন শমিক ভট্টাচার্যের সাথে উপস্থিত ছিলেন পশ্চিমবঙ্গ বিজেপি মিডিয়া সেলের ইনচার্জ তুষার কান্তি ঘোষ৷

Related posts

Leave a Comment