আদালত অবস্থান স্পষ্ট করতেই সন্দেশখালির রবিনহুড শাহজাহান গ্রেপ্তার। কার্যত সাঁড়াশি চাপের মুখে পড়ে তাকে গ্রেপ্তার করতে বাধ্য হল রাজ্য পুলিশ। বুধবার রাতেই মিনাখার বামনপুকুর থেকে তাকে গেপ্তার করে পুলিশ। বৃহস্পতিবার আদালত তাকে ১০ দিনের পুলিশ হেফাজত দিয়েছে। তদন্তভার দেওয়া হয়েছে রাজ্য গোয়েন্দা সংস্থা সি আই ডি-র হাতে। তবে গ্রেপ্তারের পর শাহজাহানের বডি ল্যাঙ্গুয়েজ বলে দিচ্ছে নানা কথা। রাজ্য সরকারের ভূমিকা নিয়েও উঠছে একাধিক প্রশ্ন। কারণ, রাজ্যের বিরোধী দল বিজেপি অভিযোগ করে আসছিল, শাহজাহানকে সম্পূর্ণ পুলিশি ঘেরাটোপের মধ্যে রাখা হয়েছে।
previous post