সুমন মল্লিক, সংবাদ কলকাতা: প্রায় ৫১ দিন ধরে শেখ শাজাহান ইস্যুতে উত্তপ্ত সন্দেশখালি। তার পর থেকে বেশ কয়েকদিন ধরে সন্দেশখালির স্থানীয় মহিলারা শেখ শাজাহান, শিবু হাজরা, উত্তম সর্দার প্রভৃতি প্রভাবশালী তৃণমূল নেতাদের গ্রেপ্তারের দাবিতে আন্দোলনে নামেন। ধর্ষণ, নারী নির্যাতন, জমি কেড়ে নিয়ে ভেড়ি বানানোর মত গুরুতর অভিযোগ ওঠে শেখ শাজাহান ও তার অনুগামীদের বিরুদ্ধে।
এমতাবস্থায়, রাজনৈতিক বিশেষজ্ঞ গনের মতে সন্দেশখালি ইস্যুই আগামী লোকসভা নির্বাচনে মাথা ব্যাথার কারন হয়ে উঠতে পারে শাসক দলের কাছে। ২০২৪ এর লোকসভা নির্বাচনে বেশ কিছু আসন তৃণমূলের হাতছাড়া হতে পারে বলে মনে করছেন বিশেষজ্ঞ মহল। এমন কি একসময়ের তৃণমূলের রাজনৈতিক উপদেষ্টা তথা আই প্যাক এর কর্ণধার প্রশান্ত কিশোর এক সংবাদ মাধ্যমকে দেওয়া সাক্ষাৎকারে বলেন, সন্দেশখালি ঘটনার জন্য শাসক দলের পায়ের তলার মাটি অনেকটাই ফাঁকা হতে পারে। যা প্রধান বিরোধী দল বিজেপির কাছে হতে পারে আশীর্বাদ। তিনি মনে করেন, ২০১৯ সালের ভোট বিজেপি যে সংখ্যক আসন পেয়েছিল ২০২৪ এর নির্বাচনে তার থেকে বেশি আসনে জিততে পারে।
প্রসঙ্গত, ২০১৯ সালে বিজেপি ১৮ টি, শাসক দল তৃণমূল ২২ টি এবং কংগ্রেস ২ টি আসনে জয়লাভ করে। প্রশান্ত কিশোরের মতে, শুধু সন্দেশখালি ঘটনা নয়, রাম মন্দির প্রতিষ্ঠা এবং ৩৭০ ধারা বিলোপের মত ঘটনা বিজেপির জনপ্রিয়তা অনেকাংশে বাড়িয়ে দিয়েছে। যা বিজেপিকে বাড়তি অক্সিজেন জুগিয়েছে বলে মনে করেন তিনি।
previous post