রেশন দুর্নীতি মামলায় ফের তৎপর ইডি। জ্যোতিপ্রিয় মল্লিক ঘনিষ্ঠ তৃণমূল নেতা শেখ শাহজাহান এর বাড়িতে হানা।
কেন্দ্রীয় বাহিনীকে ঘিরে বিক্ষোভ। ইডি অভিযান ঘিরে উত্তপ্ত সন্দেশখালি। আধিকারিক ও জওয়ানদের ঘিরে বিক্ষোভে তৃণমূল নেতার অনুগামীরা।
সকাল সাতটা নাগাদ সন্দেশখালির সরবেড়িয়ায় শাহজাহানের বাড়ির কাছে পৌঁছয় ইডির একটি দল। তবে বাড়ি তালাবন্ধ ছিল। অনেক ডাকাডাকির পরেও কারও সাড়া না মেলায়, সেই বাড়ির তালা ভাঙার চেষ্টা করেন আধিকারিকরা। তখন বেশ কয়েকজন স্থানীয় তৃণমূল অনুগামীরা ঘটনাস্থলে পৌঁছে ইডি আধিকারিকদের ঘিরে বিক্ষোভ দেখান। কেন্দ্রীয় বাহিনীকে বাধা দেওয়ার অভিযোগও উঠেছে স্থানীয়দের একাংশের বিরুদ্ধে। ঘটনায় আহত হয়েছেন ৫ জন আধিকারিক। আক্রান্ত হয়েছেন সাংবাদিকরা। বেশ কয়েকজনের মাথা ফাটিয়ে দিয়েছে দুষ্কৃতীরা। তাদের ক্যামেরা ও প্রচার সরঞ্জামও কেড়ে নেওয়া হয়েছে বলে অভিযোগ।
previous post