আরজিকর কাণ্ডে এবার ইডি হানা সন্দীপ ঘোষের চিনার পার্কের বাড়িতে। একসময় এখানে আরজিকর মেডিক্যাল কলেজের প্রাক্তন অধ্যক্ষের বাবা-মা থাকতেন। আজ সকালে ইডির তদন্তকারী আধিকারিকরা গিয়ে দেখেন বাড়িটিতে তালা দেওয়া আছে। সম্ভবত বাড়িটির তদারকি করেন এই পরিবারের ঘনিষ্ঠ স্থানীয় এক ব্যক্তি। তিনি এসে বাড়ির মূল দরজার তালা খুলে দেন। ইডির আধিকারিকরা বাড়ির ভিতরে প্রবেশ করতে পারলেও ভিতরের একাধিক ঘরের দরজা তালা বন্ধ অবস্থায় রয়েছে বলে সূত্রের দাবি। মূলত সন্দীপ ঘোষের বিরুদ্ধে আর্থিক দুর্নীতির তদন্ত করতেই এই অভিযান দিয়েছে কেন্দ্রীয় তদন্তকারী সংস্থার।