19 C
Kolkata
December 23, 2024
কলকাতা

সন্তানের সামনেই গৃহবধূকে ধর্ষণ, গ্রেফতার অভিযুক্ত

কুলতলী: স্বামীর অবর্তমানে বাড়িতে ঢুকে ধর্ষণের অভিযোগে চাঞ্চল্য ছাড়াল গোটা এলাকায়। ঘটনাটি ঘটেছে দক্ষিণ ২৪ পরগনার কুলতলী থানা এলাকায়। স্থানীয় সূত্রে জানা গিয়েছে, মঙ্গলবার রাতে গৃহবধূর স্বামী কাজে গিয়েছিলেন। বাড়িতে সন্তানদের নিয়ে একাই ছিলেন ওই গৃহবধূ। অভিযুক্ত ব্যক্তি সেই সুযোগকেই কাজে লাগায়। ঘরের মধ্যে ঢুকে মহিলাকে ধর্ষণ করে বলে অভিযোগ। শুধু তাই নয়, নির্যাতিতাকে হুমকিও দেয়। যদি তিনি চিৎকার করেন, তাহলে তাঁর সন্তানদের প্রাণে মেরে ফেলবে। রাত্রিবেলা কাজ সেরে বাড়িতে ফেরেন গৃহবধূর স্বামী। কান্নাভেজা গলায় সমস্ত ঘটনা স্বামীকে খুলে বলেন তিনি। এরপর কুলতলী থানায় অভিযোগ দায়ের করে ওই পরিবার। অভিযোগের ভিত্তিতে অভিযুক্তকে গ্রেফতার করে পুলিশ।

নির্যাতিতার স্বামী জানান, রাত বারোটার সময় কাজ সেরে বাড়িতে ফিরি। সেই সময় দেখি এক যুবক বাড়ি থেকে বেরিয়ে যাচ্ছে। সঙ্গে সঙ্গে ভিতরে গিয়ে দেখি স্ত্রী কান্নাকাটি করছে। ও জানায়, অভিযুক্ত শারীরিকভাবে নির্যাতন করেছে। সঙ্গে সঙ্গে আমি বেরিয়ে যাই এবং ওই যুবককে হাতেনাতে ধরে ফেলি। গ্রামের সকলকে গোটা বিষয়টি জানানো হয়। এরপর কয়েকজন ক্ষিপ্ত গ্রামবাসী মারধর করে ওই যুবককে। থানায় অভিযোগ দায়ের করলে পুলিশ অভিযুক্তকে গ্রেফতার করে। ধৃতের বিরুদ্ধে ধর্ষণ সহ একাধিক জামিন অযোগ্য ধারায় মামলা রুজু করে বুধবার বারুইপুর মহকুমা আদালতে তোলা হলে ১৪ দিনের জেল হেফাজতের নির্দেশ দেন বিচারক।

Related posts

Leave a Comment