বদায়ুন: কুয়োর ভিতর সারারাত একটি সদ্যোজাতকে আগলে রাখল একটি বিষধর সাপ। ২০ ফুট গভীর কুয়োর ভিতর ফণা তুলে পাহারা দিল তাকে। গত শুক্রবার ঘটনাটি ঘটেছে উত্তরপ্রদেশের বদায়ুন জেলার বাসাউনি গ্রামে। পরিত্যক্ত ওই শিশুটিকে অক্ষত অবস্থায় উদ্ধার করেন স্থানীয় বাসিন্দারা। তবে মাথা ও শরীরে সামান্য আঘাতের চিহ্ন রয়েছে। অদ্ভুত এই ঘটনাকে কেন্দ্র স্থানীয় মানুষের কৌতূহল ও ভিড় ক্রমশ বাড়ছে। গ্রামবাসীদের বিশ্বাস, শিশুটির ওপর সাপের আশীর্বাদ রয়েছে। সেজন্য সে এখনও সুস্থ আছে।
জানা গিয়েছে, ২০ ফুট গভীর ওই কুয়োটি মাঠের ধারেই অবস্থিত। শুক্রবার ওই কুয়োর নিকটে চাষের ক্ষেতে কাজ করছিলেন প্রেম কুমার ও তাঁর স্ত্রী সোমওয়াতি। সেসময় হঠাৎ একটি শিশুর কান্নার আওয়াজ ভেসে আসে। সঙ্গে সঙ্গে কুয়োর কাছে ছুটে যান তাঁরা। সেখানে শিশুটিকে দেখতে পেয়ে নিচে নামেন প্রেম কুমার। নামার সময় দেখতে পান আরও এক অদ্ভুত ঘটনা। একটি বিষধর সাপ ফণা তুলে শিশুটিকে পাহারা দিচ্ছে। প্রেমকুমারকে নামতে দেখে সে শিশুটির কাছ থেকে সরে যায়। তিনি শিশুটিকে সঙ্গে সঙ্গে তুলে নিয়ে এসে স্থানীয় স্বাস্থ্যকেন্দ্রে নিয়ে যান। সেখান থেকে পরে একটি বেসরকারি হাসপাতালে স্থানান্তরিত করা হয়। শিশুটি অক্ষত আছে বলে জানান চিকিৎসকরা।
এদিকে কে বা কারা সদ্যোজাত শিশুটিকে কুয়োর মধ্যে ফেলে গিয়েছে বলে অনুমান করা হচ্ছে। শিশুটির মা-বাবার খোঁজ শুরু করেছে বদায়ুনের চাইল্ড লাইন্স ও পুলিস। ৭২ ঘন্টার মধ্যে তাঁদের হদিশ না পেলে চাইল্ড লাইনের তরফে এফআইআর করা হবে।
next post