কলকাতা, ৫ নভেম্বর: একটি সদ্যোজাত শিশুমৃত্যুকে কেন্দ্র করে আর জি কর হাসপাতালের বিরুদ্ধে গাফিলতির অভিযোগ তুলল শিশুটির পরিবার। শিশুটি জন্মানোর পাঁচ দিনের মাথায় তার মৃত্যু হয়েছে। এই ঘটনার জেরে উত্তেজনা ছড়াল হাসপাতালে।
জানা গিয়েছে, গত ২৮ অক্টোবর এক গর্ভবতী মহিলা আর জি কর হাসপাতালে ভর্তি হন। তাঁর বাড়ি উত্তর ২৪ পরগনা জেলার দেগঙ্গায়। ৩১ অক্টোবর শিশুটি ভূমিষ্ঠ হয়। কিন্তু, পাঁচ দিন পর আজ মৃত্যু হয় শিশুটির। এই ঘটনায় চিকিৎসকের বিরুদ্ধে গাফিলতির অভিযোগ তোলে মহিলার পরিবার। শিশুটির পরিবার ও আত্মীয়স্বজনদের বিক্ষোভে উত্তাল হয়ে ওঠে হাসপাতাল চত্বর। তাঁরা বিক্ষোভ দেখান ডেপুটি সুপারের অফিসের সামনেও। তাঁদের অভিযোগ, শিশুটির মাথায় আঘাতের চিহ্ন রয়েছে। কর্তব্যরত চিকিৎসক ও স্বাস্থ্যকর্মী থাকা সত্ত্বেও কিভাবে শিশুটির শরীরে এতবড় আঘাতের চিহ্ন পাওয়া গেল।
হাসপাতালের ডেপুটি সুপার ত্রিদীপ মুস্তাফি এব্যাপারে বলেন, এটা খুবই স্বাভাবিক ঘটনা। ডেলিভারির সময় ফরসেপ করা হয়। সেই কারণে বাচ্চাটির মাথায় আঘাতের চিহ্ন রয়েছে। অধিকাংশ ক্ষেত্রে এই দাগ মিলিয়ে যায়। কিন্তু, এক্ষেত্রে শিশুটির দাগ মিলে যায়নি। তিনি মৃত্যুর কারণ প্রসঙ্গে বলতে গিয়ে বলেন, কিডনির সমস্যা ছিল শিশুটির। যদিও মৃত্যুর প্রকৃত কারণ অনুসন্ধান করা হবে। মৃত্যুর অভিযোগ জমা দেওয়ার পরে বিষয়টির তদন্ত করা হবে।