শিলিগুড়ি, ১৩ জানুয়ারি: সত্যজিৎ রায় বাঙালির আইকন। যাঁর কোনও বিকল্প নেই। একদিকে ফেলুদা, প্রফেসর শঙ্কু, হীরক রাজার দেশে, গুপী গাইন বাঘা বাইন, গুপি বাঘা ফিরে এলো। অপরদিকে ঘরে বাইরে, নায়ক; ৮ থেকে ৮০ সকলের জন্য রসদ থাকত সত্যজিৎ রায়ের কাছে। তিনি সবার জন্যই ছবি বানিয়েছেন। একদিকে যেরকম ছোটদের কথা চিন্তা করেছেন, অপরদিকে বড়দেরও আশাহত করেননি তিনি।
এখানেই শেষ নয়, একের পর এক দুর্দান্ত গল্পের বই উপহার দিয়েছেন আমাদের। এক ডজন গপ্পো, এবারও ১২, প্রফেসর শঙ্কুর সিরিজ; এই বইগুলি পড়ে আমাদের শৈশব কেটেছে। তখন সোশ্যাল মিডিয়ার হাতছানি ছিল না। টেলিভিশন সবার ঘরে থাকত না। শীতের অলস দুপুর কাটানোর সেরা হাতিয়ার বলতে গল্পের বই। সত্যজিৎ রায়ের লেখা গল্পের বই হলে তো কথাই নেই। সত্যজিৎ রায়ের লেখা বইগুলি পড়তে পড়তে কখন যে দুপুর গড়িয়ে বিকেল পেরিয়ে সন্ধে নেমে যেত, বোঝাই যেত না।
আজ শিলিগুড়ির দীনবন্ধু মঞ্চে সত্যজিৎ রায় চলচ্চিত্র উৎসবের উদ্বোধন হল। উদ্বোধনী অনুষ্ঠানের বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, সত্যজিৎ পুত্র সন্দীপ রায়। এছাড়া উপস্থিত ছিলেন শিলিগুড়ি পুর নিগমের মেয়র গৌতম দেব, ডেপুটি মেয়র রঞ্জন সরকার সহ আরও অনেকেই। প্রদীপ প্রজ্জ্বলন করে অনুষ্ঠানের শুভ সূচনা করা হয়। আগামী একুশে জানুয়ারি পর্যন্ত চলবে এই চলচ্চিত্র উৎসব।
এই দশদিন ব্যাপী চলচ্চিত্র উৎসবে বাঙালির আইকন সত্যজিৎ রায়ের পরিচালিত ছবিগুলি দেখানো হবে। তবে টিকিট কেটে এই ছবিগুলি দেখতে হবে না। প্রবেশপত্র দিয়ে দেখা যাবে ছবিগুলি। শিলিগুড়িতে সত্যজিৎ রায় চলচ্চিত্র উৎসবকে কেন্দ্র করে যথেষ্টই উৎসাহী নগরবাসী।
previous post
next post
