30 C
Kolkata
August 3, 2025
রাজ্য

সত্যজিৎ বিশ্বাস খুনে বেকসুর খালাস মুকুল রায় ও জগন্নাথ সরকার

নদীয়াতে কয়েক বছর আগে একটি প্রকাশ্য অনুষ্ঠানে খুন হয়েছিলেন কৃষ্ণগঞ্জের তৃণমূল বিধায়ক সত্যজিৎ বিশ্বাস। যা নিয়ে তোলপাড় হয়েছিল রাজ্য রাজনীতি। বহু লোকের মাঝে দুষ্কৃতীরা আচমকা গুলি করে খুন করে বিধায়ককে। এই ঘটনায় অভিযোগের আঙ্গুল তোলা হয় বিজেপি বিধায়ক মুকুল রায় এবং বিজেপি সাংসদ জগন্নাথ সরকারের বিরুদ্ধে।

মুকুল রায় এখন অসুস্থ হয়ে বাড়িতে আছেন। আর জগন্নাথ সরকার ২০২৪ সালের লোকসভা নির্বাচনে জিতে দ্বিতীয়বার সাংসদ হয়েছেন। এই খুনের ঘটনার ১০ দিন পর মূল অভিযুক্ত অভিজিৎ নামের এক ব্যক্তিকে গ্রেফতার করে পুলিশ। এই হত্যাকাণ্ডে মোট পাঁচজনকে গ্রেফতার করা হয়েছিল। তদন্ত সিআইডির হাতে যায়। তারপর প্রথমে তিনজনের বিরুদ্ধে চার্জশিট জমা দেয় সিআইডি।

দীর্ঘদিন ধরে এই মামলার তদন্ত চলে। একাধিকবার সি আই ডি দপ্তরে হাজির হয়েছেন বিজেপি সাংসদ জগন্নাথ সরকার। তদন্ত হয়েছে বিজেপি বিধায়ক মুকুল রায়ের বিরুদ্ধেও। যিনি ২০২১ সালের বিধানসভা ভোটের পর আবার তৃণমূলে ফিরে গিয়েছেন। কিন্তু এই মামলা আর বেশিদূর এগোল না। আদালতে তাঁরা বেকসুর খালাস হলেন।

২০১৯ সালের ফেব্রুয়ারি মাসে নদিয়ার হাঁসখালিতে বাড়ির কাছেই সত্যজিৎ বিশ্বাসকে পয়েন্ট ব্ল্যাঙ্ক রেঞ্জ থেকে গুলি করে খুন করা হয়েছিল। আর মাথায় গুলি লেগে ঘটনাস্থলেই মৃত্যু হয় সত্যজিৎ বিশ্বাসের। এই ঘটনাকে তৃণমূল কংগ্রেসের গোষ্ঠীদ্বন্দ্বের জের বলে উল্লেখ করেছিল বিজেপি।

Related posts

Leave a Comment