32 C
Kolkata
August 2, 2025
রাজ্য

সঠিক তদন্ত হলে মমতাও দুর্নীতির আওতায় আসবেন: বিকাশ রঞ্জন ভট্টাচার্য

সংবাদ কলকাতা: এবার রাজ্যের শিক্ষক নিয়োগে দুর্নীতি মামলায় বিস্ফোরক অভিযোগ করেন বরিষ্ঠ আইনজীবী তথা সিপিএম সাংসদ বিকাশরঞ্জন ভট্টাচার্য। তিনি বলেন, নিয়োগ সংক্রান্ত মামলা যদি নির্বিঘ্নে চলে, তবে মুখ্যমন্ত্রীও এই দুর্নীতির আওতায় আসবেন। আমাদের কাছে প্রমাণ আছে।

বর্ধমানে অনুষ্ঠিত এবিটি-এর রাজ্য সম্মেলনে প্রকাশ্য সভায় বক্তব্য রাখতে গিয়ে তিনি এমনই চাঞ্চল্যকর অভিযোগ করেন। তিনি বলেন, রাজ্যে শিক্ষক নিয়োগে লাগাম ছাড়া দুর্নীতি হয়েছে, যেটা মুখ্যমন্ত্রী সুপরিকল্পিতভাবে সংগঠিত করেছেন। তদন্ত যদি বাধাহীনভাবে হয়, তবে মুখ্যমন্ত্রীও বাদ যাবেন না।

এরপর তিনি সরব হন বগটুই কান্ড নিয়ে। তিনি বলেন, লালন শেখের মৃত্যুতে সবচেয়ে বেশি লাভ হয়েছে অনুব্রত ও মমতা ব্যানার্জির। কিন্তু লালনের স্ত্রী যাঁদের নামে মামলা করেছেন, তাঁরা সবাই বগটুই কান্ডের তদন্তকারী অফিসার ছিলেন।
তিনি রাজ্যের শিক্ষাব্যবস্থা নিয়ে বলেন, রাজ্যের শিক্ষা ব্যবস্থার মান তলানিতে ঠেকেছে। বর্ধমানে স্কুলবাড়ি ভেঙে গুড়িয়ে দেওয়া হয়েছে। এভাবেই শিক্ষার পরিবেশ নষ্ট করছে রাজ্য সরকার।

ফিল্ম ফেস্টিভ্যাল নিয়ে কটাক্ষ করে বলেন, আমাদের দুর্ভাগ্য যে, আমরা এমন অপরিণত মস্তিষ্কের মুখ্যমন্ত্রী পেয়েছি। অনুষ্ঠানে এসে অমিতাভ বচ্চন বলেন, বর্তমানে বাক স্বাধীনতা হারিয়ে গেছে। যে বক্তব্যের বাহবা দিয়ে তিনি বলেন, এই কথার জন্য অমিতাভ বচ্চনকে ভারতরত্ন দেওয়া উচিত।

বিকাশ রঞ্জনের বক্তব্যের পাল্টা জবাব দিয়ে তৃণমূলের মুখপাত্র দেবু টুডু বলেন, নিয়োগে সবচেয়ে বেশি দুর্নীতি হয়েছে বাম আমলে। তাঁদের সময় ক্যাডাররা ছাড়া আর কেউ চাকরি পেত না। যেটা ভুলে গিয়েছেন বাম নেতারা।

Related posts

Leave a Comment