ঝড়খালি: তৃতীয়ার সকালে বাসন্তী শংকর মোড় এলাকায় এক অজ্ঞাত পরিচয় মহিলার দেহ উদ্ধারের ঘটনার পর বিকালে আরও এক মহিলার দেহ উদ্ধার হয় ঝড়খালি থানার জলদান মোড় এলাকায়। রাস্তার পাশে ঝোঁপের মধ্যে। স্থানীয়রা প্রথমে এই মহিলার দেহ দেখতে পায়। এরপর ঝড়খালি থানা পুলিশকে খবর দেওয়া হয়। ঝড়খালী থানার পুলিশ দেহকে উদ্ধার করে বাসন্তী হাসপাতালে নিয়ে আসলে সেখানে চিকিৎসকরা ওই মহিলাকে মৃত বলে ঘোষণা করেন।
মহিলার নাম পরিচয় এখনও কিছু জানা যায়নি। সকালের এক মহিলা ও বিকেলে আরও এক মহিলার এখনও পর্যন্ত কোনও পরিচয় জানা যায়নি। তবে ঝড়খালি থানা ও বাসন্তী থানার পুলিশ দুই মৃতদেহকে নিয়ে তদন্ত শুরু করেছে। এলাকায় ছড়িয়েছে চাঞ্চল্য।
previous post