গঙ্গাসাগর: গঙ্গাসাগর একবার, সব তীর্থ বারবার। এখন অতীতের কথা ভুলে গঙ্গাসাগর সব তীর্থর মত বারবার প্রদক্ষিণ করছেন সনাতন ধর্মের মানুষরা। সেই গঙ্গাসাগরে যত তীর্থযাত্রী আসে, তাঁরা গঙ্গাকে দর্শন বা স্নান করার আগে গঙ্গাকে কিছু দক্ষিণা প্রদান করে সনাতন ধর্মের মানুষরা। পূর্বপুরুষের উদ্দেশ্যে যে ক্রিয়াকার্য করা হয়, তার নতুন পিতল বা তামার ঘট বা শাড়ি দিয়ে ক্রিয়াকার্যের পর জলে ভাসিয়ে দেওয়া হয়। সেই দক্ষিণাস্বরূপ যে খুচরো টাকাটা জলের মধ্যে পড়ে, সেই টাকা, পিতল বা তামার ঘট বা শাড়ি কুড়িয়ে তাপসীর লড়াই শুরু হয় সংসার বাঁচানোর তাগিদে।
একদিকে ছোট্ট ছোট্ট খুদে শিশুদের পেট ভরাতে পাপ পূণ্যের ভয় ছেড়ে সেই পূর্বপুরুষের উদ্দেশ্যে যে ঘট বা শাড়ি, গঙ্গাকে নিবেদন করা হতো সেইগুলি তুলে নিয়ে পরিষ্কার পরিচ্ছন্ন করে দোকানে আবার বিক্রি করেন। তাতেই কোনওমতে তাপসীর সংসার চলে। মেলার কটা দিন খুব আরামে সংসার চলে। মেলার পরেও বারো মাস এই কাজ করে। যদিও মেলার পরে একটু হলেও ভাটা পড়ে এই কাজে। তখন অনেক কষ্ট-সৃষ্ট করে সংসারটাকে বাঁচানোর জন্য লড়াই চালান তাপসী।
previous post