ঘাটাল, পশ্চিম মেদিনীপুর: ঘাটালে শিশুমেলা নিয়ে তৃণমূলের গোষ্ঠী কোন্দল অনেক আগেই প্রকাশ্যে এসেছে। তবে সেই গোষ্ঠী কোন দল এবার রক্তারক্তিতে পরিণত হলো। রবিবার বিকেলে পশ্চিম মেদিনীপুর জেলার অন্তর্গত ঘাটাল অরবিন্দ স্টেডিয়ামে ঘাটাল শিশুমেলা নিয়ে একটি মিটিং এর আয়োজন করা হয়। মিটিংয়ে উপস্থিত হওয়ার কথা ঘাটালের সাংসদ দেবের। সাংসদ আসার আগেই তার অনুগামীরা ভিড় জমান স্টেডিয়ামে। অন্যদিকে ঘাটালের প্রাক্তন বিধায়ক সংকটদলের অনুগামীরাও আসতে শুরু করে। সাংসদ এসে পৌঁছালে দেবের সামনেই দুই গোষ্ঠীর তৃণমূল কর্মীরা মুখোমুখি বাক-বিতণ্ডায় জড়িয়ে পড়ে। তার থেকে শুরু হয় লাঠি হাতে তাড়া করে যাওয়া, শেষে গিয়ে পৌঁছায় ধস্তাধস্তি থেকে রক্তারক্তিতে। সংসদের সামনে চলে কিল-ঘুসি-চড়। শেষে বাধ্য হয়ে বৈঠক ছেড়ে বেরিয়ে যাই দীপক অধিকারী।
previous post