24 C
Kolkata
December 26, 2024
দেশ

সংবিধান বাঁচাতে হলে মোদীকে খুন করতে হবে: রাজা পতেরিয়া

ভূপাল: ‘সংবিধান বাঁচাতে হলে মোদীকে খুন করতে হবে’। এমনই মন্তব্য করে এবার বিপাকে পড়লেন মধ্যপ্রদেশের প্রদেশ কংগ্রেস সহ সভাপতি রাজা পতেরিয়া। সম্প্রতি ভাইরাল হওয়া একটি ভিডিও-তে তাঁর এই বক্তব্য শোনা যায়। যদিও তিনি বলেছেন, এই ভিডিও-তে তাঁর বক্তব্যকে বিকৃত করা হয়েছে।

মধ্যপ্রদেশের স্বরাষ্ট্রমন্ত্রী নরোত্তম মিশ্রের নজরে বিষয়টি আসার সঙ্গে সঙ্গে তিনি পান্নার পুলিশ সুপারকে স্বত: প্ৰণোদিত মামলা করার নির্দেশ দিয়েছেন। এই মর্মে বিভিন্ন জায়গায় মামলা হয়েছে পতেরিয়ার বিরুদ্ধে।

যদিও পতেরিয়া বলেছেন, আমি হত্যা অর্থে মোদীকে পরাজিত করার কথা বলেছি। অর্থাৎ যে কোনও ভাবে মোদীকে পরাজিত করতে পারলেই দেশের সংবিধান বাঁচবে।

অপরদিকে মধ্যপ্রদেশের মুখ্যমন্ত্রী শিবরাজ সিং চৌহান বলেন, কংগ্রেস বারবার চেষ্টা করেও মোদীজিকে হারাতে পারেনি। তাই এবার মোদীজিকে হত্যা করার কথা বলছে। এটাই কংগ্রেসের মানসিকতা। তবে এর বিরুদ্ধে আইনি পথেই ব্যবস্থা নেওয়া হবে।

Related posts

Leave a Comment