30 C
Kolkata
August 3, 2025
রাজ্য

সংখ্যালঘুদের নিয়ে মন্তব্য করে ফের বিতর্কে তথাগত রায়

সংবাদ কলকাতা: ফের বিতর্কে রাজ্যের প্রাক্তন বিজেপি নেতা তথা মেঘালয়ের প্রাক্তন রাজ্যপাল তথাগত রায়। অগ্নিযুগের স্বাধীনতা আন্দোলনে সংখ্যালঘুদের কোনও অবদান ছিল না, এই মন্তব্য করতেই তাঁর বিরুদ্ধে বিতর্কের ঝড় বইছে। তিনি পাল্টা জবাবে গতকাল তাঁর এক্স হ্যান্ডেলে একটি পোস্ট করেন। লেখেন, ‘বাংলার অগ্নিযুগে মুসলিমদের কোনও অবদান ছিল না বলাতে যেন মৌচাকে ঢিল পড়েছে। কেউ কেউ কাজী নজরুল ইসলামের নাম করে চ্যাঁচাচ্ছেন। নজরুল নিঃসন্দেহে বিদ্রোহী কবি, কিন্তু তাঁকে বিপ্লবী বলে চালাবার চেষ্টা নিছক বদমাইশি।’

‘অগ্নিযুগের বিপ্লবীদের মধ্যে মুসলমানের সংখ্যা নগণ্য। আন্দামানের রাজবন্দীদের নাম দিয়ে সেলুলার জেলে যে কটি মর্মর ফলক আছে, তার মধ্যে প্রদেশ অনুযায়ী হিসাব মোট পাঞ্জাব ৭৫, বাংলা ৩৮৪। দুটিই মুসলিম প্রধান প্রদেশ ছিল। দুটির মধ্যে মুসলিমের সংখ্যা পাঞ্জাবে এক, বাংলায় দুই।’

‘কিন্তু এতে রাগের কী আছে বুঝলাম না। এতে তো মুসলিমদের রাজনৈতিক দূরদৃষ্টিই প্রকাশ পেয়েছে! ব্রিটিশ আমলে তারা হাত-পা গুটিয়ে থেকেছে। তারপর শেষ মুহূর্তে নিজেদের পাকিস্তান হাসিল করেছে। শ্যামাপ্রসাদের দোষে তারা কলকাতা পায় নি। সেজন্য তাদের দাঁত কিড়মিড় আজও থামেনি। কিন্তু ঢাকা, বরিশাল, ময়মনসিংহ ঝেঁটিয়ে যে সব হিন্দু যুবকেরা ফাঁসির মঞ্চে চড়েছিল। আন্দামানে অমানুষিক অত্যাচারের শিকার হয়েছিল। তাদের পরিবারের কাছে স্বাধীনতা এক অভিশাপ হয়ে এসেছে। মুসলমানরা তাদের একধার থেকে তাড়িয়েছে! আবার পশ্চিমবঙ্গেও সেই মুসলমানেরাই মৌরসিপাট্টা গেড়ে বসেছে! এতে তো মুসলমানদের গর্বিত হবারই কথা!’

Related posts

Leave a Comment