ময়নাগুড়ি, ১৪ নভেম্বর: জলপাইগুড়ি জেলার ময়নাগুড়ি ব্লকের ডাঙ্গাপাড়া শ্রী শ্রী নিগমানন্দ আশ্রমের সার্বভৌম ভক্ত সম্মেলনী সভার খুঁটি পূজা অনুষ্ঠিত হল। এই সম্মেলনীর খুঁটি পূজা অনুষ্ঠানে আসামের বঙ্গীয় সরস্বত মঠের মহন্ত ড: শ্রীমৎ স্বামী ব্রোজেশনন্দ সরস্বতী মহারাজের হাত ধরে খুঁটি পূজা হয়। রবিবার সকাল ১০ টা নাগাদ ১০৮ তম সার্বভৌম ভক্ত সম্মিলনী সভা অনুষ্ঠিত হয়।
জানা গিয়েছে, আগামী ২৬ ডিসেম্বর অনুষ্ঠান শুরু হবে। এবং এই মাসের ২৯ ডিসেম্বর পর্যন্ত অনুষ্ঠান চলবে। এই চার দিন সকাল থেকে রাত অবধি আশ্রম থেকে ভক্তদেরকে প্রসাদের ব্যবস্থা করা হবে। অনুষ্ঠানে বিভিন্ন দেশ থেকে ভক্তরা আসবেন। যেমন- নেপাল, ভুটান, বাংলাদেশ এবং কোচবিহার, আলিপুরদুয়ার, কলকাতা থেকে ভক্তরা আসবেন।