নতুন দিল্লি: ইউয়ান ওয়াং-৫-এর পর ফের শ্রীলঙ্কায় নোঙর করেছে চীনের আরেকটি গুপ্তচর জাহাজ। শি ইয়ান-৬ নামে এই গুপ্তচর জাহাজ নিয়ে প্রশাসনিক মহলে শুরু হয়েছে জোর চর্চা। রীতিমতো ভারতের নাকের ডগায় নিঃশ্বাস ফেলছে চীনা জাহাজটি। ভারতের মহাসাগরীয় অঞ্চলে জিনপিং সরকারের এই অতি সক্রিয়তা নিয়ে ইতিমধ্যেই উদ্বেগ প্রকাশ করেছে নতুন দিল্লি। ভারতের অভিযোগ, মুখে তারা গবেষণার কথা বলছে। কিন্তু আদতে চীন ভারতের গুরুত্বপূর্ণ তথ্য হাতিয়ে নেওয়ার কৌশল চালিয়ে যাচ্ছে।
previous post
