33 C
Kolkata
April 14, 2025
দেশ

শ্রদ্ধা খুন: আফতাবের নারকো টেস্টের অনুমতি দিল আদালত

নতুন দিল্লি, ১৬ নভেম্বর: শ্রদ্ধা খুনে অভিযুক্ত আফতাবকে নারকো টেস্টের অনুমতি দিল দিল্লির আদালত। দিল্লি পুলিশের দাবি মেনে এই নির্দেশ দিল আদালত। পুলিশের অভিযোগ, আফতাব পুনাওয়ালা তদন্তে পুলিসের সঙ্গে সহযোগিতা করছে না। সেজন্য মঙ্গলবার নারকো পরীক্ষার আবেদন জানায় পুলিশ।

প্রেমিকার সোশ্যাল মাধ্যম থেকে ব্যাঙ্ক একাউন্ট লেনদেন। খুনের পরও সবই চালাত অভিযুক্ত আফতাব পুনাওয়ালা। কিন্তু, অভিযুক্ত মানসিকভাবে এতটাই সক্রিয় ও অপরাধপ্রবণ যে খুন করে ধরা পড়ার পরও সে বিন্দুমাত্র বিকার গ্রস্ত নয়। ফলে সে কোনওভাবেই সত্যি কথাগুলো ঠিকঠাকভাবে স্বীকার করছে না।

এমনকি দীর্ঘদিন মেয়ের কোনও হদিশ না পেয়ে শ্রদ্ধার বাবা বিকাশ ওয়াকার গত ২৬ অক্টোবর একটি নিখোঁজ ডায়েরি করে মানিকপুর থানায়। সেই ডায়েরির ভিত্তিতে তদন্তে নেমে আফতাবকে জিজ্ঞাসাবাদ করে পুলিশ। তখন সে পুলিশি জেরায় অনর্গল মিথ্যা বলে যায়। জবাবে সে বলে, গত ২২ মে প্রেমিকার সঙ্গে ঝগড়া হয়। ওই ঝগড়ার পর ফ্ল্যাট থেকে বেরিয়ে যায় শ্রদ্ধা ওয়াকার।

জানা গিয়েছে, আফতাব খুনের প্রমান লোপাটের জন্য দেরাদুনে ১২ বছর আগের আর একটি নৃশংস খুনের ঘটনার অনলাইন স্টাডি করে। আফতাবের ইন্টারনেট সার্চ হিস্ট্রি থেকে সেই তথ্য সামনে এসেছে। ১ বছর আগের সেই খুনে অভিযুক্ত রাজেশ তার স্ত্রী অনুপমা গুলাটির দেহ ৭০ টুকরো করে তিন মাস ফ্রিজে রেখে দিয়েছিল। সেই ঘটনার অনুকরণ করে আফতাব।

Related posts

Leave a Comment