সংবাদ কলকাতা: ‘বাঘা যতীন’ সিনেমার শ্যুটিং করতে গিয়ে চোট পেলেন টলিউড অভিনেতা দেব। ওড়িশার শ্যুটিং সেটে এই চোট পেয়েছেন তৃণমূল সাংসদ। সেখানে গত এক সপ্তাহ ধরে এই ছবির শ্যুটিং চলছে। পরিচালক অরুণ রায়ের এই ছবির অ্যাকশন দৃশ্যের শ্যুটিং করতে গিয়ে বাঁ চোখে চোট পান দেব। তাঁর বাম চোখে চোট লাগার কারণে আপাতত শ্যুটিংয়ের কাজ বন্ধ রাখা হয়েছে বলে সূত্রের খবর। চলছে চিকিৎসা। দ্রুত সুস্থ করে অভিনেতাকে ফের শ্যুটিং সেটে ফেরানোর চেষ্টা চালিয়ে যাচ্ছেন চিকিৎসকরা। যদিও চোট খুব গুরুতর নয় বলে জানা গিয়েছে।
প্রসঙ্গত দোলের দিন সোশ্যাল মিডিয়ায় নিজের একটি ছবি পোস্ট করেছেন দেব। ওড়িশা থেকেই ‘বাঘা যতীন’ টিমের সঙ্গে রঙিন গ্রুপ ছবি পোস্ট করে দোলের শুভেচ্ছা জানান দেব।রঙ মাখা সেই ছবিতে তাঁর বাঁ চোখে ব্যান্ডেজ ধরা পড়েছে। এদিকে খবর ছড়িয়ে পড়তেই চিন্তিত দেবের ভক্তরা। তাঁরা কামনা করছেন, তাঁদের প্রিয় অভিনেতা দ্রুত আরোগ্য লাভ করুন। ফের খুব তাড়াতাড়ি শুরু হোক ‘বাঘাযতীন’-এর শ্যুটিং।
next post