November 2, 2025
কলকাতা

শৌচাগারের জল পান করতে হচ্ছে , ক্ষোভ বাড়ছে এলাকাবাসীর

symbolic image

অভিজিৎ হাজরা , আমতা, হাওড়া: গ্ৰীষ্ণ ঋতু চলছে। পানীয় জলের সমস্যা দেখা দিয়েছে এলাকায়‌। সামনেই ত্রিস্তরীয় পঞ্চায়েত নির্বাচন দুয়ারে কড়া নাড়ছে! রাজ্যের শাসকদল তৃণমূল কংগ্রেস নেতারা এলাকায় এলাকায় প্রচারে যাচ্ছেন। মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় গ্ৰাম বাংলার প্রতিটি বাড়িতে বাড়িতে বিনামূল্যে পানীয় জল দেওয়ার প্রকল্প চালু করেছে। গ্ৰাম বাংলার এমন অনেক এলাকা আছে, যেখানে পানীয় জলের কলও নেই। সেই এলাকার মানুষ অস্বাস্থ্যকর পরিবেশ থেকে জল নিয়ে, সেই জল পানীয় জল হিসাবে ব্যবহার করতে বাধ্য হচ্ছেন।

এমনই এক দুঃখজনক চিত্র দেখা গেল গ্ৰামীণ হাওড়া জেলার উলুবেড়িয়া উত্তর বিধানসভা তথা আমতা ১নং পঞ্চায়েতের অন্তর্গত আমতা কলেজ রোডে। দেখা গেল, এখানে শৌচাগার থেকে জল সংগ্ৰহ করে সেই জল পানীয় হিসেবে ব্যবহার করতে বাধ্য হচ্ছেন এলাকাবাসী। আমতা কলেজ রোডে আমতা রামসদয় কলেজের কাছে একটি শৌচাগার রয়েছে। নিয়মানুযায়ী ঐ শৌচাগারের একদিকে পুরুষদের ও অন্যদিকে মহিলাদের টয়লেট ও শৌচাগার রয়েছে। পানীয় জলের সমস্যায় ঐ এলাকার পরিবারগুলির কয়েকশো মানুষ ঐ শৌচাগার থেকে জল সংগ্ৰহ করে তা পানীয় জল হিসাবে ব্যবহার করতে বাধ্য হচ্ছেন।

জানা যায়, ঐ এলাকায় কোনও পানীয় জলের কল নেই। স্থানীয় মানুষ ছাড়াও কয়েকশো দোকানদার ঐ শৌচাগারের ট্যাপ থেকে জল সংগ্ৰহ করে তা পানীয় জল হিসাবে ব্যবহার করছেন। অবিলম্বে ঐ এলাকায় পানীয় জলের ট্যাপ বসানোর দাবি উঠেছে।

ঐ এলাকার বাসিন্দারা ও দোকানদাররা অভিযোগের সুরে বলেন, ‘ঐ শৌচাগারের অদূরেই উলুবেড়িয়া উত্তর বিধানসভা কেন্দ্রের তৃণমূল কংগ্রেসের কার্যালয় রয়েছে। ঐ কার্যালয়ে তৃণমূল কংগ্রেসের উলুবেড়িয়া উত্তর বিধানসভা কেন্দ্রের বিধায়ক ডাঃ নির্মল মাজী সহ হাওড়া জেলার তৃণমূল কংগ্রেসের অন্যান্য নেতৃত্ববৃন্দ আসা যাওয়া করেন প্রতিদিনই। সবাই এই অমানবিক চিত্র দেখেন। অথচ এই অমানবিক চিত্র বদলানোর উদ্যোগ নেন না।’

এই পরিস্থিতিতে এলাকায় ক্ষোভ বাড়ছে। আমতা এলাকার বিশিষ্টজনরা এই অমানবিক চিত্র দেখে বলেন, ‘এই চিত্র যেমন অমানবিক, তেমনই আমতার ঐতিহ্যের পরিপন্থী’। আমতা ১ নং ব্লকের প্রাক্তন সমষ্টি উন্নয়ন আধিকারিক তথা প্রাক্তন ডেপুটি ম্যাজিস্ট্রেট ফটিক চক্রবর্তী বলেন, ‘এই ধরনের চিত্র আমতার জনজীবনের সঙ্গে মেলে না।’

দাবি উঠেছে, ঐ এলাকায় পানীয় জলের সুষ্ঠ ব্যবস্থার। এই বিষয়ে আমতা ১ নং পঞ্চায়েত সমিতির সভাপতি ধনঞ্জয় বাকুলি বলেন, ‘বিষয়টি খতিয়ে দেখে ব্যবস্থা নেওয়া হবে। সমস্যা সমাধানে পরিকল্পনা গ্ৰহণ করে কাজ করা হবে।’

Related posts

Leave a Comment