27 C
Kolkata
April 12, 2025
Featured

শুরু হল সুন্দরবন কৃষ্টি মেলা

সংবাদ কলকাতা: এই কৃষ্টি মেলায় প্রদীপ প্রজ্বলনের মধ্যে দিয়ে অনুষ্ঠানের শুভ সূচনা করেন কুলতলি পঞ্চায়েত সমিতির সভাপতি রূপা সরদার। উপস্থিত ছিলেন কুলতলি ব্লক উন্নয়ন আধিকারিক সুচন্দন বৈদ্য, কুলতলি পঞ্চায়েত সমিতির একাধিক কর্মাধ্যক্ষ শাহদাত সেখ, পূর্ণেন্দু হালদার, বিমল মন্ডল, হারমনি নস্কর, পঞ্চায়েত সমিতির সদস্য বামনী সর্দার, পঞ্চায়েত সদস্য আবুবক্কার সরদার, অর্জুনকৃষ্ণ বায়েন, চন্দ্রকান্ত হালদার সহ একাধিক গ্রাম পঞ্চায়েত সদস্য ও বিশিষ্ট শিক্ষক তপন মণ্ডল।
বিগত ৩৪ বছর ধরে এই সুন্দরবন কৃষ্টি মেলা অনুষ্ঠিত হয়ে আসছে। কৃষি প্রদর্শনী, একাঙ্ক নাটক, গান, সাংস্কৃতিক অনুষ্ঠান সহ একগুচ্ছ অনুষ্ঠানের আয়োজন করা হয়েছে। সপ্তাহব্যাপী চলবে এই অনুষ্ঠান।

Related posts

Leave a Comment