সংবাদ কলকাতা: বৃহস্পতিবার রাতে বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারীর কনভয়ের একটি গাড়ি একজন পথচারীকে ধাক্কা মারে। এই ঘটনায় মৃত্যু হয় ঐ পথচারীর। ঘটনাটি ঘটে নন্দকুমার জাতীয় সড়কে চন্ডীপুর এলাকায়। মৃত ইসরাফিল খান ভৈরবপুরের বাসিন্দা।
এই ঘটনায় গ্রেপ্তার হয় গাড়ির চালক আনন্দ কুমার পান্ডা। এই ঘটনাকে কেন্দ্র করে শুক্রবার সারাদিন উত্তাল ছিল রাজ্য রাজনীতি। তৃণমূল সমর্থকদের একটি অংশ শুভেন্দুর বাড়ির সামনে বিক্ষোভ দেখাতে শুরু করে। বাঁশের ব্যারিকেড দিয়ে আটকে দেওয়া হয় বিক্ষোভকারীদের। এছাড়াও এলাকায় শান্তি শৃঙ্খলা বজায় রাখার জন্য মোতায়েন করা হয় র্যাফ ও রাজ্য পুলিশের বিশাল বাহিনী।
previous post