18 C
Kolkata
December 24, 2024
রাজ্য

শুধু বন্দে ভারত এক্সপ্রেসই নয়,বাংলায় ৭৮০০ কোটির প্রকল্প মোদি সরকারের,রইল তালিকা

শুধু বন্দে ভারত এক্সপ্রেসই নয়,বাংলায় ৭৮০০ কোটির প্রকল্প মোদি সরকারের।

রইল তালিকা:
প্রধানমন্ত্রী হাওড়া-এনজেপি বন্দে ভারত এক্সপ্রেস।
জোকা-তারাতলা মেট্রোর সম্প্রসারিত অংশের সূচনা হবে। প্রায় ২৪৭৫ কোটি টাকায় এই প্রকল্প তৈরি হয়েছে।
গঙ্গাকে দুষণমুক্ত করতে একাধিক কেন্দ্রীয় নিকাশি প্রকল্প।
জোকায় ডঃ শ্যামাপ্রসাদ মুখোপাধ্য়ায় জাতীয় ইনস্টিটিউট অফ ওয়াটার অ্য়ান্ড স্য়ানিটেশন। প্রায় ১০০ কোটি টাকা ব্যয় করে এটি তৈরি করা হয়েছে। এখান থেকেই কার্যত সর্বভারতীয় কাজ পরিচালিত হবে ।
গঙ্গাকে পরিচ্ছন্ন রাখতে সাতটি নিকাশি প্রকল্প।
৯৯০ কোটি টাকা ব্যয়ে ৬১২ কিমি এলাকা জুড়ে ২০টি নিকাশি প্রকল্প। এই প্রকল্পগুলি মোটামুটি নবদ্বীপ, বজবজ, কাঁচরাপাড়া, উত্তরপাড়া-কোতরং, হালিশহর ব্যারাকপুর সহ একাধিক পুরসভাতে কাজ করবে।
নিউ জলপাইগুড়ি স্টেশনের নতুন করে রূপায়ণ। ৩৩৫ কোটির টাকারও বেশি দিয়ে এই কাজ হবে।
অন্যদিকে বৈঁচি শক্তিগড় থার্ড লাইন তৈরি হয়েছে ৪০৫ কোটি টাকায়। ডানকুনি-চন্দনপুর ফোর্থ লাইন প্রজেক্ট তৈরি হয়েছে ৫৬৫ কোটি টাকায়।
এছাড়াও বাংলার একাধিক রেল প্রকল্প।

Related posts

Leave a Comment