সুমন মল্লিক, সংবাদ কলকাতা: আগামী ৩০ ডিসেম্বর শুক্রবার রাজ্যে আসছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। তিনি এক দিনের সফরে মাত্র সাড়ে চার ঘন্টার জন্য রাজ্যে আসছেন। ঠাসা কর্মসূচি সেরে দুপুরেই ফিরে যাবেন দিল্লিতে। এই সফরে তিনি কোনও রাজনৈতিক কর্মসূচি রাখবেন না। শুধুমাত্র সরকারি কাজ সেরেই দিল্লিতে ফিরবেন মোদী।
শুক্রবার সকাল ১০ টা নাগাদ তিনি পৌঁছবেন কলকাতা বিমানবন্দরে। ১০ টা ১৫ মিনিটে হেলিকপ্টারে করে পৌঁছবেন আরসিটির হেলিপ্যাডে। সেখান থেকে গাড়িতে করে পৌঁছবেন হাওড়া। হাওড়া স্টেশনে তিনি ভারতের সেমি হাইস্পিড ট্রেন বন্দে ভারত এক্সপ্রেসের শুভ সূচনা করবেন।
হাওড়ার অনুষ্ঠান সেরে তিনি সকাল ১১ টা নাগাদ গাড়ীতে করে যাবেন হেস্টিংসে। ভারতীয় নৌবাহিনীর স্টেশন আইএনএস নেতাজিতে। সেখানে তিনি নমামি গঙ্গা প্রকল্প ঘুরে দেখার পর ১১টা ৩৫ মিনিট নাগাদ যোগ দেবেন একটি বৈঠকে। প্রায় দেড় ঘন্টা চলবে এই বৈঠক।
১টা ১০ মিনিট নাগাদ বৈঠক সেরে তিনি আইএনএস নেতাজিতে মধ্যাহ্ন ভোজন সেরে ১ টা ৫৫ মিনিট নাগাদ গাড়ীতে করে রওনা দেবেন আরসিটির হেলিপ্যাডের দিকে। দুপুর ২টো নাগাদ তিনি কলকাতা বিমানবন্দরে পৌঁছবেন। সেখান থেকে দুপুর ২টো ১৫ মিনিটে বিমানে চড়ে দিল্লির উদ্দেশ্যে রওনা দেবেন প্রধানমন্ত্রী।
previous post