আজ শুক্রবার গুড ফ্রাইডে উপলক্ষ্যে শহরের একাধিক মেট্রো রুটে পরিষেবার সংখ্যা কমবে। তবে আজ জোকা থেকে মাঝেরহাট এবং কবি সুভাষ থেকে হেমন্ত মুখোপাধ্যায় (রুবি) রুটে মেট্রো পরিষেবা পুরোপুরি বন্ধ থাকবে। কবি সুভাষ থেকে দক্ষিণেশ্বর রুটে সারাদিনে মেট্রো পরিষেবা চলবে ২৩৪টি। অন্যান্য কাজের দিনে সংশ্লিষ্ট অংশে মেট্রো চলে ২৮৮টি। আজ ছুটির জন্য ৫৪টি মেট্রো পরিষেবা কমবে নর্থ-সাউথ রুটে। তবে দিনের প্রথম ও শেষ মেট্রো ছাড়ার সময়সূচি কোনো পরিবর্তন হচ্ছে না। অন্যদিকে, হাওড়া ময়দান থেকে এসপ্ল্যানেড রুটে আজ সারাদিনে চলবে ১২২টি মেট্রো পরিষেবা। অর্থাৎ যাত্রীরা মোট ৮ টি মেট্রো পরিষেবা কম পাবেন। ১২, ১৫, ও ২০ মিনিটের ব্যবধানে মেট্রো পরিষেবা পাবেন যাত্রীরা। একইভাবে শিয়ালদহ থেকে সেক্টর ফাইভ রুটে অন্যান্য কাজের দিনে এই রুটে সারাদিনে চলে ১০৬টি মেট্রো সেখানে আজ চলবে ৯০ টি। এদিন গুড ফ্রাইডে’র ছুটির জন্য ইস্ট-ওয়েস্ট রুটে কমবে ১৬টি মেট্রো পরিষেবা। তবে সময়সূচির কোনও পরিবর্তন হবে না।
previous post
next post