19 C
Kolkata
December 23, 2024
জেলা

শীতের শুরু মনোরম আবহাওয়া বক্রেশ্বর ধামে দর্শনার্থীদের আনাগোনা

সংকল্প দে, বক্রেশ্বর: বীরভূমের বক্রেশ্বর অন্যতম সেরা তীর্থক্ষেত্রগুলির মধ্যে পড়ে। সারা বছরই কমবেশি ভক্তদের ভিড় লক্ষ্য করা যায় বক্রেশ্বর মন্দিরে। তবে শীতের শুরুতে আরামদায়ক আবহাওয়ার কারণে ভক্তদের আনাগোনা বেড়ে যায়। এদিন লক্ষ্য করা গেল, বক্রেশ্বর মন্দিরে ভক্তদের আগমনের উল্লেখযোগ্য মুহূর্ত। গরম শেষ, খুব একটা ঠান্ডাও পড়েনি। দুর্দান্ত আবহাওয়া! এরকম পরিবেশে ঘুরে ফিরে সত্যি আলাদা অনুভূতি। গরমের ওষ্ঠাগত প্রাণ নেই। নেই বৃষ্টির ঝাঁকি। এরকম মনোরম আবহাওয়ায় অনেকেই বাক্স নিয়ে বেরিয়ে পড়েন বিভিন্ন জায়গায়। কেউ কেউ আবার পছন্দ করেন তীর্থ ক্ষেত্রে যেতে। বাংলার তীর্থক্ষেত্রগুলির মধ্যে অন্যতম হল এই বক্রেশ্বর। শীতের শুরুতেই দর্শনার্থীদের আনাগোনা বেড়ে গিয়েছে। এইদিন সেই ছবি লক্ষ্য করা গেল।

Related posts

Leave a Comment