সংবাদ কলকাতা, ৩১ জানুয়ারি: শিয়ালদহ আদালতের দোতলায় আগুন লাগল। আজ, মঙ্গলবার দুপুর ১২ টা নাগাদ দোতলার ব্যালকনিতে ঘটে এই অগ্নিকান্ড। সূত্র মারফত এমনটাই জানা গিয়েছে। ঘটনাস্থলে যায় দমকলের দুটি ইঞ্জিন। তবে হতাহতের কোনও ঘটনা ঘটেনি। অক্ষত আছে আদালতের আসবাব ও নথিপত্র। আগুন এখন নিয়ন্ত্রণে। দমকলের আধিকারিকেরা কী কারণে এই আগুন লাগল তা খতিয়ে দেখছেন।