সংবাদ কলকাতা: আজ শিয়ালদহ স্টেশনে ঢোকার মুখে আপ রানাঘাট শিয়ালদহ লোকাল একটি কারশেড মুখী ট্রেনের পিছনে ধাক্কা মারে। যদিও দুটি ট্রেনেরই গতি কম থাকার কারণে বড় কোনও দুর্ঘটনা ঘটেনি। কারশেড মুখী ট্রেনের পিছনের কামরার সামান্য ক্ষতি হয়। শিয়ালদহ ডিভিশনের ডি আর এম শীলেন্দ্র প্রতাপ সিং বলেন, আপ রানাঘাট লোকালের চালকের গাফিলতির ফলে এই ঘটনা ঘটেছে। স্টেশনে ঢোকার মুখে কিছুক্ষণ দাঁড়ানোর কথা ছিল ট্রেনটির। কিন্তু ড্রাইভার সে সিগনাল মানেনি। যদিও ট্রেনটি ফাঁকা ছিল বলে কেউ জখম হননি।
next post