শিলিগুড়ি, ৭ আগস্ট: সোমবার শিল্পের সমাধানে একটি এমএসএমই ক্যাম্পের আয়োজন করা হলো শিলিগুড়ির মৈনাক ট্যুরিস্ট লজে। মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের উদ্যোগে আয়োজন করা হয় এই ক্যাম্পের। যার আয়োজক ছিল ক্ষুদ্র, ছোট ও মাঝারি উদ্যোগ সমিতি এবং পশ্চিমবঙ্গ সরকারের বস্ত্র দপ্তর। জানা গিয়েছে, এই ক্যাম্প প্রতিটি জেলার প্রতিটি ব্লক অফিসে এবং কলকাতা মিউনিসিপ্যাল কর্পোরেশনের অন্তর্গত প্রতিটি ওয়ার্ডে পাঁচ দিনব্যাপী এই এমএসএমই ক্যাম্প অনুষ্ঠিত হবে। যার দরুন ক্ষুদ্র, ছোট ও মাঝারি শিল্প উদ্যোগীরা রাজ্যের শিল্পের পরিকাঠামোকে আরও উন্নত করতে সক্ষম হবে। ১লা আগস্ট থেকে ১৮ই আগস্ট পর্যন্ত চলবে এই ক্যাম্প। এদিন এই অনুষ্ঠানে উপস্থিত ছিলেন দার্জিলিঙ জেলার জেলাশাসক এস পুনাম্বালাম, শিলিগুড়ি মহকুমা পরিষদের সভাধিপতি অরুণ ঘোষ, শিলিগুড়ি পুরণিগমের ডেপুটি মেয়র রঞ্জন সরকার, SJDA এর ভাইস চেয়ারম্যান দিলীপ দুগ্গার, সহ নর্থ বেঙ্গল MSME-র সদস্য সঞ্জয় টিব্রিয়াল এবং ডিরেক্টেড অফ এমএসএমই রাজকুমার মৃধা।
next post