21 C
Kolkata
December 24, 2024
জেলা

শিলিগুড়ি শহরকে এবার পরিষ্কার পরিচ্ছন্ন করবে নির্মল সাথী

শিলিগুড়ি, ২ নভেম্বর: শহর শিলিগুড়িকে পরিষ্কার পরিচ্ছন্ন করতে এবার অভিযানে নামছে নির্মল সাথী। আগামীকাল থেকেই শিলিগুড়ির পথে নামবেন নির্মল সাথীর সদস্যরা। শিলিগুড়ি শহরকে আবর্জনা মুক্ত করতে ও নির্মল বন্ধুদের সহযোগিতা করতেই মুখ্যমন্ত্রী এই‌‌ উদ্যোগ নিয়েছেন বলে জানান ডেপুটি মেয়র। সাধারণ মানুষকে আবর্জনা নিয়ে সচেতন করা ও আবর্জনা সঠিক জায়গায় ফেলার আবেদন করা হবে। মূলত শহরের মহিলারাই নির্মল সাথী প্রকল্পের পুরনিগমের জঞ্জাল বিভাগের অধীনে কাজ করবে।

Related posts

Leave a Comment