34 C
Kolkata
April 5, 2025
রাজ্য

শিলিগুড়িতে মহিলা কাউন্সিলরকে খুনের হুমকি, পাল্টা রাস্তায় নামার হুমকি দিলেন বিধায়ক শংকর ঘোষ

নিজস্ব সংবাদদাতা, শিলিগুড়ি: শিলিগুড়ি পুরনিগমের এক মহিলা কাউন্সিলরকে ফোনে খুনের হুমকির অভিযোগ। রবিবার রাতের এই ঘটনাটি নিয়ে বেশ চাঞ্চল্য ছড়িয়েছে শিলিগুড়ির রাজনৈতিক ও প্রশাসনিক মহলে। ৮ নম্বর ওয়ার্ডের ওই কাউন্সিলরের নাম শালিনী ডালমিয়া। সোমবার শিলিগুড়ি থানাতে এই ঘটনার অভিযোগ জানান তিনি। তাঁর সঙ্গে ছিলেন শিলিগুড়ির বিধায়ক শঙ্কর ঘোষ সহ অন্যান্য বিজেপি কাউন্সিলররা।
জানা গিয়েছে, গতকাল গভীর রাতে একটি অজানা নম্বর থেকে ডালমিয়াকে বেশ কয়েকবার ফোন করা হয়। তিনি জরুরি কোনও ফোন ভেবে কল রিসিভ করেন। প্রথমে ফোনের অন্য প্রান্ত থেকে কথা বলা ব্যক্তির গলার আওয়াজ স্পষ্টভাবে বোঝা যাচ্ছিল না। পরে তাকে গালি দিতে শোনা যায়। এদিন অভিযোগকারী কাউন্সিলর ডালমিয়া বলেন, গতকাল গভীর রাতে বেশ কয়েকবার আমাকে ফোন করা হয়। এরপর সকালে মেসেজ ইনবক্সে দেখেন, বাজে ভাষায় তাঁকে গালি দিয়ে প্রাণে মেরে ফেলার হুমকি দেওয়া হয়েছে। এবিষয়ে শিলিগুড়ি থানায় লিখিতভাবে অভিযোগ দায়ের করেন ওই কাউন্সিলর।
এই ঘটনা প্রসঙ্গে বিধায়ক শংকর ঘোষ বলেন, আমরা পুলিশকে বিষয়টির যথাযথ তদন্ত করতে বলেছি। যে ব্যক্তি ফোনে করেছে, তাকে চিহ্নিত করে ব্যবস্থা নেওয়ার আবেদন জানিয়েছে। ফোনটি রাজনৈতিক উদ্দেশ্যে করা হয়েছে কিনা তা খতিয়ে দেখতে বলা হয়েছে। পাশাপাশি তিনি হুমকির সুরে বলেন, প্রশাসন যদি দ্রুত এর ব্যবস্থা না নেয়, তাহলে আমরা দলীয় স্তর থেকে জনপ্রতিনিধিরা রাস্তায় নামতে বাধ্য হব।

Related posts

Leave a Comment