28 C
Kolkata
August 3, 2025
জেলা

পুজোর সময় নজরদারি চালাতে ড্রোন ব্যবহার করবে শিলিগুড়ির পুলিশ

শিলিগুড়ি, ২৭ শে সেপ্টেম্বর: আজ দ্বিতীয়া থেকে শিলিগুড়িতে শুরু হয়েছে পুজো দর্শন। সাধারণত, পঞ্চমীর দিন থেকেই শহর জুড়ে সমস্ত প্যান্ডেলে লক্ষ্য করা যায় মানুষের উপচে পড়া ভিড়। ফলে সাধারণ মানুষ যেন শান্তিপূর্ণ ও সুরক্ষিতভাবে পুজোর আনন্দ উপভোগ করতে পারে, তার জন্য তৎপর রয়েছে শিলিগুড়ি মেট্রোপলিটন পুলিশ। তাই পুজোয় কী কী সুরক্ষা ব্যবস্থা থাকছে, সে সমস্ত বিষয় নিয়ে মঙ্গলবার শিলিগুড়ির পুলিশ কমিশনার অখিলেশ কুমার চতুর্বেদী এক সাংবাদিক বৈঠক করেন। এদিনের বৈঠকে তিনি জানান, প্রত্যেক বছর যেভাবে নিরাপত্তা ব্যবস্থা করা হয়, সেই মতো এবছরও দুর্গা পূজার সময় শহর জুড়ে বিশেষ নজর দারি করা হবে। ভিড়ের মধ্যে যেন কোনওরকম অপ্রীতিকর ঘটনা না ঘটে, সেজন্য এবার ড্রোন দিয়ে শহরের বিভিন্ন এলাকায় নজরদারি করা হবে। এছাড়া মহিলাদের যেন কোনওরকম সমস্যার সম্মুখীন হতে না হয়, তার জন্য শহরের বিভিন্ন অলিগলি ও প্যান্ডেলে চলবে উইনার্স বাহিনীর টহলদারি। উইনার্স বাহিনী ছাড়াও বিশেষ মহিলা পুলিশ দিয়েও নজরদারি করা হবে। পাশাপাশি তিনি আরও জানান, পুজোর সময় যেন শহরে কোনও রকম যানজটের সৃষ্টি না হয়, তার জন্যও বিশেষ ট্রাফিক ব্যবস্থা করা হয়েছে। যা প্রত্যেক বছর পুজোতে দশমী পর্যন্ত করা হয়। তবে এবছর যেহুতু পুজো কার্নিভাল রয়েছে, সেজন্য অক্টোবরের ৭ তারিখ পর্যন্ত এই ট্রাফিক ব্যবস্থা রাখা হবে।

Related posts

Leave a Comment