শিলিগুড়ি: অপহরণ কাণ্ডের তদন্তে নেমে শিলিগুড়িতে বড়সড় অনলাইন জুয়ার আসরের হদিশ। জ্যোতিনগরের একটি আবাসন থেকে ১৭ জন অভিযুক্তকে আটক করে ভক্তিনগর থানার পুলিশ। উদ্ধার হয় ৩টি ল্যাপটপ ও ১৭টি মোবাইল। শিলিগুড়ি কমিশনারেটের পুলিশ কমিশনার অখিলেশ কুমার চর্তুবেদি এক সাংবাদিক সন্মেলন করে জানান, ২৩ অক্টোবর বিহারের এক ব্যক্তিকে অপহরণ করার অভিযোগ আসে। খবর পেয়ে ঘটনার তদন্ত শুরু করে পুলিশ। ওই ব্যক্তিকে ভক্তিনগর থানার অধীন ডনবস্কো মোড়ের কাছে এক বাড়িতে আটকে রেখে ১৫ লক্ষ টাকা দাবি করে বলে অভিযোগ করা হয়। সেই অভিযোগের ভিত্তিতে ভক্তিনগর থানার আইসি অমরেশ সিং তদন্তে নামেন। তদন্তে পুলিশের বিশাল বাহিনী ডনবস্কো এলাকায় তল্লাশি চালিয়ে বড় সাফল্য পায়। সিপি আরও জানান, তল্লাশি করতে গিয়ে ১১টি মোবাইল ও ৩টি ল্যাপটপ সহ মোট ১৮ জনকে গ্রেপ্তার করা হয়। এছাড়াও তিনি জানান, যে ব্যক্তিকে অপহরণের অভিযোগ করা হয়েছিল, সেই আসলে এই পুরো চক্রের মাথা। ধৃত অভিযুক্তদের কোর্টে পাঠানো হয়েছে। এদেরকে জেরা করে আরও অনেক অভিযুক্তের খোঁজ পাওয়া যাবে। সেজন্য পুলিশ রিমান্ডে নেওয়া হবে। এছাড়াও এই সাফল্যে বড়সড় অনলাইন জুয়ার আসর রোদ করা সম্ভব হয়েছে।
previous post