37 C
Kolkata
April 6, 2025
জেলা

শিলিগুড়ির মহিলা খুনে গ্রেপ্তার দুই

শিলিগুড়ি, ২৫ আগস্ট: শিলিগুড়ির অরবিন্দপল্লীতে মহিলাকে খুনের ঘটনায় গ্রেফতার করা হল দুজনকে। গত শনিবার শিলিগুড়ির অরবিন্দপল্লীর বাসিন্দা সোমা সরকার খুন হন। বাড়ি থেকেই উদ্ধার হয় তাঁর মৃতদেহ। সেই ঘটনার তদন্তে নেমে শিলিগুড়ি থানার পুলিশ দুজনকে গ্রেপ্তার করেছে। ধৃতদের নাম রাজীব মজুমদার ও রোহিত ডাকুয়া। তারা শিলিগুড়িরই বাসিন্দা। মৃত মহিলা যেই আবাসনে থাকতেন সেই আবাসনের নিচেই ওষুধের দোকান রয়েছে রাজীবের। সেই সূত্রে রাজীব ওই মহিলাকে ওষুধও দিতেন। জানা গিয়েছে, ঘটনার আগের দিন রাতে রাজীব তাঁর বন্ধু রোহিতকে নিয়ে শাড়ি কিনতে ওই মহিলার কাছে গিয়েছিলেন। এরপর অনলাইনে টাকা দিতে চাইলেও সে টাকা দেয়নি। পরের দিন সকালে ফের তারা শাড়ি কিনতে যায়। সেইসময় তারা ওই মহিলাকে শ্বাসরোধ করে খুন করে বলে পুলিশ জানতে পেরেছে।

এদিকে ঘটনার পর থেকেই ওই ওষুধের দোকানেই ছিল রাজীব মজুমদার। যদিও প্রথম থেকেই রাজীবের ওপর সন্দেহ ছিল পুলিশের। অন্যদিকে সোমা সরকার ঘটনার আগের দিন রাতে তাঁর এক পরিচিতকে জানিয়েছিলেন যে, রাজীব তাঁর এক বন্ধুকে নিয়ে তাঁর ফ্ল্যাটে এসেছিল শাড়ি কিনতে। সেই সূত্র ধরেই ঘটনার তদন্তে নামে পুলিশ। তারপরই এই দুজনকে আজ শিলিগুড়ি থেকে গ্রেফতার করা হয়।

আজ শিলিগুড়ি থানায় একটি সাংবাদিক বৈঠক করেন ডিসিপি অভিষেক গুপ্তা। তিনি বলেন, এই ঘটনায় দুজনকে গ্রেপ্তার করা হয়েছে। ধৃতদের কাছ থেকে কিছু টাকাও উদ্ধার হয়েছে।
অন্যদিকে মৃত মহিলার মেয়ে জানিয়েছেন, রাজীবের ব্যবহারে কোনোদিনও সন্দেহ হয়নি। রাজীবকে মা চিনত এবং মাকে ওষুধও দিত। তবে বিষয়টি জানার পরই দোষীদের কড়া শাস্তির দাবি জানিয়েছেন তিনি।

Related posts

Leave a Comment