শিলিগুড়ি: গোপন সূত্রে খবরের ভিত্তিতে বিহার থেকে অসমে পাচারের আগে গরু সহ তিন ব্যক্তিকে গ্রেফতার করল শিলিগুড়ির ঘোষপুকুর ফাঁড়ির পুলিশ। জানা যায়, পুলিশের কাছে সূত্র মারফত খবর আসে, একটি গাড়িতে ১৩টি গরু ও দশটি বাছুর নিয়ে অসম পাচারের উদ্দেশ্যে নিয়ে যাওয়া হচ্ছে। এরপরেই ঘোষপুকুর মোড়ে সেই গাড়িটিকে আটক করে চালককে বৈধ কাগজ দেখাতে বললে। কিছু দেখাতে পারেনি। লাইভে স্টক পারমিট দেখাতে না পারায়, তাঁদের আটক করে ফাঁসিদেওয়া থানায় নিয়ে আসা হয়। গরুগুলিকে খোয়াড়ে পাঠানো হয়েছে। ধৃতরা হলেন সুরজ আলী, বাক্কার আলি, মইজুদ্দিন আলী। ধৃতরা আসামের বাসিন্দা। আজ ধৃতদের শিলিগুড়ি মহকুমা আদালতে পাঠানো হয়। এই গরু পাচার কান্ডে আর কারা কারা যুক্ত রয়েছে, পুরো ঘটনার তদন্ত শুরু করেছে ঘোষপুকুর ফাঁড়ি পুলিশ।
previous post