31 C
Kolkata
April 16, 2025
জেলা

শিলিগুড়িতে রথ খোলার পুজোর থিম লেটার বক্স

শিলিগুড়ি, ২৯ সেপ্টেম্বর: রথখোলা নামটি শিলিগুড়ির বুকে পরিচিত নাম। প্রতিবছর এখানে রথের মেলা বসে। দূর দূরান্ত থেকে প্রচুর লোক এই মেলায় অংশগ্রহণ করতে আসেন। মেলার প্রধান মেনু পাপড় ভাজা জিলাপি ফুচকা, ৮ থেকে ৮০ সবারই পছন্দ।
দুই বছর রথখোলা স্পোর্টিং ক্লাব করোনার কারণে সেই ভাবে বড় পুজো করতে পারেনি। কিন্তু এই বছর নিউ নরমাল পজিশন। তাই রথখোলা স্পোটিং ক্লাবের এবারের পুজো জমজমাট। এবছর তাঁদের পুজোর থিম লেটার বক্স। বনেদিয়ানা ও সাবেকিয়ানার মিশ্রণ রয়েছে তাঁদের পুজোয়। তৃতীয়ার দিন এই পূজা মন্ডপের উদ্বোধন হয়েছে। মন্ডপের উদ্বোধন করেছেন দার্জিলিং জেলা তৃণমূল কংগ্রেসের সভানেত্রী পাপিয়া ঘোষ। উদ্বোধনী অনুষ্ঠানে উপস্থিত ছিলেন শিলিগুড়ি পুরো নিগমের মেয়র গৌতম দেব সহ অন্যান্যরা।

Related posts

Leave a Comment