33 C
Kolkata
August 2, 2025
রাজ্য

শিলিগুড়িতে টোটো চালকের ছদ্মবেশে পাক গুপ্তচর! পাকড়াও করল STF

শিলিগুড়ি: পাক গুপ্তচর সন্দেহে এক যুবককে গ্রেফতার করল STF। সে টোটো চালকের ছদ্মবেশে যাত্রী নিয়ে শহরে ঘুরে বেড়াচ্ছিল। ধৃত ওই যুবক বিহারের চম্পারণ জেলার বাসিন্দা। নাম গুড্ডু কুমার (৩০)। প্রায় দু’বছর ধরে শিলিগুড়ির ভারতনগরে বাড়ি ভাড়া করে ছিল ওই যুবক।

গোপন সূত্রে খবর পেয়ে রাজ্য পুলিসের এসটিএফ বুধবার নিউ জলপাইগুড়ি থানার অন্তর্গত ভারত নগর এলাকায় হানা দেয়। সেখান থেকেই তাকে গ্রেফতার করা হয়।

অভিযোগ, ধৃত যুবক টোটো চালকের বেশে যাত্রীদের নিয়ে এক প্রান্ত থেকে অন্য প্রান্তে ঘুরে বেড়াত। অথচ তার মূল কাজ ছিল দেশের সেনাবাহিনীর গতিপ্রকৃতি নজর রাখা এবং সব খবর পাকিস্তানে বসে থাকা আইএসআই এজেন্টকে পৌঁছে দেওয়া।

ধৃত যুবককে জলপাইগুড়ি আদালতে তোলা হলে আদালত ১৪ দিনের পুলিস হেফাজতের নির্দেশ দেয়। এর সঙ্গে আর কেউ জড়িত কি না তা খতিয়ে দেখছে রাজ্য পুলিসের এসটিএফ।

Related posts

Leave a Comment