শিলিগুড়ি: গত রবিবার দুপুর থেকে অনুষ্ঠিত হলো কবাডি ও খোকো প্রতিযোগিতা শিলিগুড়ির সারদামণি বিদ্যাপীঠ স্কুলের প্রাঙ্গনে। সেদিন ছুটির দিন হওয়ার কারণে অনেকেই এই প্রতিযোগিতা দেখতে ভিড় জমান। মোট পাঁচটি দল এই প্রতিযোগিতায় অংশগ্রহণ করে। শিলিগুড়ি মহাকুমা পরিষদের সহযোগিতায় ও স্টুডেন্ট হেলথ হোম এর উদ্যোগে এই প্রতিযোগিতাটি অনুষ্ঠিত হয়। এই প্রসঙ্গে রায়গঞ্জ খো খো টিমের কোচ জানান মাঝে কয়েক বছর প্রতিযোগিতা টি অনুষ্ঠিত হয়নি, আবারো শুরু হয়েছে এই প্রতিযোগিতা। তবে এই প্রতিযোগিতা আগেও হয়েছে। মোট পাঁচটি দল অংশগ্রহণ করছে দলগুলি হল যথাক্রমে শিলিগুড়ি জলপাইগুড়ি, রায়গঞ্জ, কালিয়াগঞ্জ ও গঙ্গারামপুর।