November 2, 2025
জেলা

শিলচর রামকৃষ্ণ পাঠ চক্রের (কেন্দ্রীয়)-র উদ্যোগে কল্পতরু দিবস সাড়ম্বরে উদযাপিত হয়

শিলচর: তিলোত্তমা কলকাতার মতো সারাদেশে পালিত হচ্ছে কল্পতরু উৎসব। এর সূচনা হয়েছিল ১৮৮৬ সালের ১ জানুয়ারি। মূলত এই উৎসব শ্রীরামকৃষ্ণ পরমহংসদেবের ভক্ত-শিষ্যরা পালন করেন। কাশীপুর উদ্যানবাটীতে মূলত এই উৎসব পালিত হয়। তবে, রামকৃষ্ণ মঠের সন্ন্যাসী, রামকৃষ্ণ মিশনের গৃহস্থ, বেদান্ত সোসাইটিগুলো সবাই এই উৎসব পালন করেন। কল্পতরু দিবস নাম হওয়ার কারণ হল, এই দিনেই শ্রীরামকৃষ্ণ পরমহংস দেব নিজেকে ঈশ্বরের অবতার বলে ঘোষণা করেছিলেন।

উল্লেখ্য, প্রতি বছরের ন্যায় এবছরও সমগ্ৰ দেশের রামকৃষ্ণ মিশনের ভক্তদের সঙ্গে সঙ্গতি রেখে শিলচরের কলেজ রোডের অভিনব ক্লাব প্রাঙ্গনে রামকৃষ্ণ পাঠ চক্রের (কেন্দ্রীয়) ব্যবস্থাপনায় রবিবার সকাল ৮টা থেকে ১১টা অবধি ঠাকুর রামকৃষ্ণ পরমহংসদেবের ভক্তিমূলক সঙ্গীত, পাঠ, রামকৃষ্ণ দেবের জীবনী আলোচনা সহ অগণিত ভক্ত ও পথচারীচারীদের মধ্যে মহাপ্রসাদ বিতরণ করতে দেখা যায় রামকৃষ্ণ পাঠ চক্রের (কেন্দ্রীয়)-র সদস্যদের। তাঁরা বলেন, আজকে এই মহতী দিনে রামকৃষ্ণ পরমহংসদেব, মা সারদা দেবী ও স্বামী বিবেকানন্দের জীবনাদর্শকে নিজের জীবনের প্রতিটি মূহুর্তে মেনে চলতে পারলেই একটি সুন্দর জীবন গঠনের দিকে অগ্ৰসর হতে সক্ষম হব। সেদিন উক্ত রামকৃষ্ণ পাঠ চক্রের প্রত্যেক সদস্যরা আজকের এই ইংরেজি শুভ নববর্ষ তথা এই কল্পতরু উৎসব উপলক্ষে সবাই ভক্তবৃন্দদেরকে আন্তরিক অভিনন্দন জানান।

Related posts

Leave a Comment