শিলচর, ৩১ ডিসেম্বর: শনিবার শিলচর প্রেস ক্লাবে সাংবাদিক, সংবাদমাধ্যম কর্মী ও পরিবারবর্গের একটি স্বাস্থ্য পরীক্ষা শিবিরের আয়োজন করা হয়। বেলা দশটায় এই স্বাস্থ্য শিবিরটি শুরু হয়। সহযোগিতায় “ন্যাশনাল মেডিকোস অর্গানাইজেশন “-এর বরাক উপত্যকা শাখা। ছিলেন মেডিসিন, স্ত্রীরোগ, শিশুরোগ, ইএনটি, চর্মরোগ, দন্তরোগ, মনোরোগ ইত্যাদি বিশেষজ্ঞ চিকিৎসকরা। ক্লিনিক্যাল সহায়তায় এসআর মেট্রো। এই দিন ৬০ থেকে ৭০ জনের স্বাস্থ্য পরীক্ষা করা হয়। এদিনের স্বাস্থ্য শিবিরের বিস্তারিত তথ্য তুলে দেন শিলচর প্রেস ক্লাবের সম্পাদক শংকর দে মহাশয়।
previous post