শিলচর: আসন্ন শিলচর পৌরনিগম নির্বাচনে ৪২টি ওয়ার্ডে বিজেপির বিরুদ্ধে একক প্রার্থী দেবার পরিকল্পনা বিডিএফ-এর। বিরোধী ঐক্যমঞ্চ গঠনে প্রয়াস নেওয়া হবে বলে জানালেন প্রদীপ দত্তরায়।
আগামী বছরের প্রথম দিকে অনুষ্ঠিত হবে শিলচর পৌর নিগম নির্বাচন। এতে সক্রিয় অংশগ্রহণের জন্য বিরোধী ঐক্যমঞ্চ গঠনে প্রয়াসী হবে বরাক ডেমোক্র্যাটিক ফ্রন্ট। আজ শিলচর পেনশনার্স ভবনে আয়োজিত এক সাংবাদিক সম্মেলনে এই মর্মে বক্তব্য রাখলেন বিডিএফ কর্মকর্তারা।
বিডিএফ মুখ্য আহ্বায়ক প্রদীপ দত্তরায় এদিন বলেন যে পৌর নিগমের নির্বাচন হবে তা নিয়েই বিভিন্ন বিতর্ক রয়েছে। নাগরিকদের সাথে এই ব্যাপারে শাসকদলের পক্ষ থেকে কোনও মত বিনিময় করা হয়নি, যা প্রত্যাশিত ছিল। প্রস্তাবিত পৌর নিগমের সীমানা ১০০ বর্গ কিলোমিটারের বেশি হবার কথা ছিল। কারণ শিলচরকে আগামীতে স্মার্ট সিটি হিসেবে মনোনয়ন পেতে হলে তা জরুরী বলে জানা গিয়েছে।
কিন্তু তারপরও পৌর নিগমের আয়তন তার চেয়ে কম রাখা হয়েছে। বিজেপির বর্তমান পৌর কমিশনারদের স্বার্থে। কাজেই বিজেপি দলের নেতাকর্মীরা যে প্রকৃতপক্ষে শিলচরের উন্নয়নের চেয়ে নিজেদের আখের গোছাতে অনেক বেশি আগ্রহী, এটা তার প্রত্যক্ষ প্ৰমাণ।