21 C
Kolkata
December 26, 2024
Featured

শিলচরে স্বামীর বিরুদ্ধে প্রতারণার অভিযোগ গৃহবধূর

শিলচর: শিলচর উধারবন্ধের বাসিন্দা স্বামীর কাছে প্রতারণার শিকার এক গৃহবধূ! স্ত্রী-কে ফেলে পালিয়ে গেল স্বামী! বিয়ের সমস্ত গয়না সহ বেশ মোটা টাকা নিয়ে পালিয়ে যায় সে! এই অভিযোগ করেছেন ওই গৃহবধূ!

জানা গিয়েছে, ৮ বছর ভালবাসার পর বিয়ে হয় ওই মেয়েটির সাথে! স্বামীর নাম সুভাংশু চক্রবর্তী। মা অসুস্থ বলে মেডিকেল যেতে হবে বলে স্ত্রী-কে মেডিকেল নিয়ে যান স্বামী সুভাংশু! তাঁকে সঙ্গে নিয়ে মেডিকেল যাবার পর মেডিকেলেই স্ত্রী-কে রেখে পালিয়ে যান তাঁর স্বামী। তারপর এই ঘটনার খবর শুনে মানবাধিকার সংস্থার কাছার জেলা কমিটির সদস্যরা গৃহবধুর পাশে এসে দাঁড়ায়!

আজ উধারবন্ধ পাতিমারা টিকল বস্তিতে উদারবন্ধ পুলিশ প্রশাসন ও মানবাধিকার সংস্থার কাছার জেলা কমিটির সদস্যদের সাহায্যে উদারবন্ধ থানাতে গিয়ে গৃহবধূর জিনিসপত্র আনবার জন্য সার্চ ওয়ারেন্ট বের করেন। তারপর উদারবন্ধ পুলিশের সহযোগিতায় কিছু জিনিস উদ্ধার হয়। সেই জিনিসগুলি গৃহবধূর হাতে তুলে দেওয়া হয়!

খবর পাওয়া অব্দি কোনও ধরনের টাকা পয়সা ও সোনা গয়না পাওয়া যায়নি! গৃহবধূটি মানবাধিকার সমাজ কল্যাণ সংস্থা ও উধারবন্ধ পুলিশকে অনেক ধন্যবাদ জানান। গৃহবধূ সরকারও প্রশাসন কাছে ন্যায্য বিচারের দাবি জানান। আজকের সংস্থা পক্ষ থেকে উপস্থিত ছিলেন সংস্থার সভাপতি পম্পি চক্রবর্তী সহ-সভাপতি-রাজদীপ ভট্টাচার্য সম্পাদক রাজু দাস ও বরাক বেলি ইনচার্জ মধুমওমা দাস সহ উদারবন থানার পুলিশ।

Related posts

Leave a Comment