শিলচর: আগামী ২৬ জানুয়ারী ৭৪ তম প্রজাতন্ত্র দিবস পালনকে কেন্দ্র করে শিলচর পুলিস প্যারেড গ্রাউন্ডে জোর কদমে প্রস্তুতি চলছে বলে জানান কাছাড়ের পুলিশ সুপার নুমাল মাহাত্তা। পুলিশ সুপার আরও বলেন, কাছাড় সহ বরাক উপত্যকার জনগণ সংস্কৃতিপ্রেমী। সেই জন্য পুলিশ প্রশাসন সমগ্ৰ কাছাড়ে অপ্রীতিকর ঘটনা না ঘটার জন্য চারিদিকে পুলিশ পাহারায় ঘেরা থাকবে। জায়গায় জায়গায় চলছে পুলিশের তল্লাশি। জনগনের কাছে আবেদন করেন, যদি কোনও ধরনের অপ্রীতিকর ঘটনার সঙ্কেত পান, তাহলে যেন নিকটবর্তী থানায় জানানো হয়। সেই সঙ্গে সেখানে যদি কোনও রকমের অপ্রীতিকর ঘটনা ঘটে থাকে, তাহলে কাছাড় পুলিশ সেই বিষয়টির সঙ্গে সঙ্গে আইনি পদক্ষেপ গ্রহণ করবে। জনগণ ও পুলিশবাহিনীর যৌথপ্রচেষ্ঠায় এই বারের প্রজাতন্ত্র দিবস শান্তিপূর্ণভাবে কাটবে বলে আশাবাদী কাছাড় পুলিশ সুপার নুমাল মাহাত্তা।
previous post