শিলচর: শিলচর চেংকুড়ি ভজন্তিপুর ষষ্ঠম খন্ডে অসম পুলিশ ব্যাটেলিয়নের যাওয়ার রাস্তায় ভজন্তিপুর তৃতীয় খণ্ডে একটি মোটর সাইকেলের ধাক্কায় স্থানীয় এক যুবকের ঘটনাস্থলে মৃত্যু ঘটে। এই মর্মান্তিক দুর্ঘটনায় যুবকের মৃত্যুতে গ্রামবাসীরা মর্মাহত। দুর্ঘটনার সঙ্গে জড়িত মোটর সাইকেল চালককে গ্রেফতার এবং উপযুক্ত শাস্তির দাবিতে অসংখ্য মানুষ ঘটনাস্থলে জড়ো হন। মৃতদেহ নিয়ে পথ-অবরোধ করেন তাঁরা। তারপর সঙ্গে সঙ্গে খবর দেওয়া হয় ন্যাশনাল হাইওয়ে আউট পোস্টে। ঘটনাস্থলে ন্যাশনাল হাইওয়ে আউট পোস্টের ইনচার্জ রুপম দাস দলবল নিয়ে উপস্থিত হন।
ট্রাফিক পুলিশ ঘটনাস্থলে পৌঁছনোর পর তাঁদের ঘেরাও করে রাখেন এলাকাবাসী। তাঁদের দাবি না মানলে মৃতদেহ পুলিশ তুলে নিতে পারবে না বলে জোরদার আওয়াজ তুলে সড়ক অবরোধ করেন।
এতে সামিল হন স্থানীয় বাসিন্দারা। মৃতদেহ রাস্তায় রেখে পরিবারের লোকজন গ্রামবাসীদের সামনে কান্নায় ভেঙ্গে পড়েন। খবর পেয়ে ঘটনাস্থলে সদর থানার ওসি ঘটনাস্থলে এসে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। প্রাসাশনের পক্ষ থেকে মৃত যুবকের পরিবারকে আশ্বাস দেওয়া হয়, উনারা ন্যায্য বিচার পাবেন। তারপর স্থানীয় লোকরা মৃতদেহ নিয়ে পথ-অবরোধ তুলে নেন। তারপর পুলিশ ও স্থানীয় লোকদের সহযোগিতায় মৃতদেহটি ঘটনাস্থল থেকে উদ্ধার করে শিলচর মেডিক্যাল কলেজে প্রেরণ করা হয়।