27 C
Kolkata
April 9, 2025
দেশ

শিবরাত্রি উপলক্ষে ইন্দাস ব্লকের সাহসপুর বুনু শিবের তলায় মানুষের ঢল

হিন্দুশাস্ত্রমতে শিবরাত্রির আলাদা মাহাত্ম্য রয়েছে। দেবাদিদেব শিব ও পার্বতী দেবীকে ঘিরে এই বিশেষ তিথি পালিত হয়।আর এই শিবরাত্রি ফল্গুনের কৃষ্ণ চতুর্দশী তিথিতে পালিত হয়।২৬ ফেব্রুয়ারি যখন থেকে চতুর্দশী তিথি পড়ছে, তখন থেকেই শিবরাত্রির পুজো করতে পারেন। যদিও সেটি প্রদোষ ব্রতের ত্রয়োদশী তিথি। এই তিথিও দেবাদিদেব মহাদেবের তিথি।মনে করা হয়, ভগবান শিবের অত্যন্ত প্রিয় ফুল ও গাছ হল আকন্দ। শুভ কোনও অনুষ্ঠানে ও শিবের পুজোয় আকন্দ ফুল ও বেলপাতা লাগবেই। এছাড়াও মহাদেবকে অপরাজিতা ফুল দিয়ে পুজো করা হয়। হলুদ চাঁপা ফুলেও শিবের আরাধনা হয়। এছাড়াও ধুতরো ফুল, কলকে ফুল দিয়েও পুজো করা হয় শিবকে। শিবপুরাণ অনুসারে আদি শক্তির অনন্ত আধার মহাদেব। তিনি সর্ব প্রথম। শাক্ত সম্প্রদায়ের মধ্যে প্রধান আরাধ্য তিনি। শাস্ত্র মতে মহাদেবের আরাধনার শ্রেষ্ঠ দিন মহা শিবরাত্রি। বিশ্বাস এই দিন উপোস করে ভক্তি ভরে পুজো করলে সন্তুষ্ট হন শিব। ভক্তদের মনবাঞ্ছা পূরণ করেন তিনি। কথিত এই দিন সঠিক নিয়ম মেনে কুমারীরা যদি ব্রত পালন করেন তাহলে শিবের মতো জীবনসঙ্গী পান তাঁরা।প্রতিটি জায়গার মতো ইন্দাসের সাহসপুর বুনো শিবের তলায়। দেখা গেল ভক্তদের ঢল। পূজা দিতে আসা ভক্তরা শিবের মাথায় জল ঢালতে ভিড় জমিয়েছে। সাহস পুরের বন শিবের তলায়। পুরোহিত থেকে শুরু করে সেবাইতরা ব্যস্ত পুজোয়। মহিলা পুরুষ নির্বিশেষে শিবের মাথায় জল ঢালতে ভিড় করেছে সাহসপুর বুনু শিবের তলায়।

Related posts

Leave a Comment